শেরপুর ডেস্ক: বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ক্ষোভের পর এবার দলে জায়গা পেয়েছেন জাকের আলি। বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ শুরুর আগমুহূর্তে স্পিনার আলিস আল ইসলামের ইনজুরিতে দরে সুযোগ পেয়েছেন তিনি। শেষ মুহূর্তে দলে সুযোগ পাওয়ার পর প্রথম টি-টোয়েন্টিতেই আজ সোমবার একাদশে সুযোগ পেলেন সিলেটের এই ক্রিকেটার। এর আগে ২০২৩ সালে এশিয়ান গেমসে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পান। এবার ডাক পেলেন মূল একাদশে।
সদ্য সমাপ্ত বিপিএলে জাকেরকে দেখা গেছে একজন ফিনিশারের ভূমিকায়। তার ব্যাটিং ছিল প্রশংসনীয়। ১৪ ম্যাচে ১০ ইনিংসে ৯৯.৫ গড়ে করেছেন ১৯৯ রান। তার স্ট্রাইক রেট ছিলো ১৪১.১৩। বিপিএলে ভালো খেলারই পুরস্কার পেলেন এবার।
দলে ডাক পাওয়ার পর বিসিবির এক ভিডিও বার্তায় জাকের বলেন, ‘ছোটবেলা থেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন ছিলো। সবসময় ইচ্ছা ছিল নিজেকে প্রস্তুত করেই জাতীয় দলে আসা। আলহামদুলিল্লাহ বিপিএলে ভালো পারফর্মম্যান্স করে দলে সুযোগ হয়েছে। চেষ্টা করব দলকে নিজের সেরাটা দেয়ার। শ্রীলঙ্কা সিরিজে টিম প্লান অনুযায়ী খেলতে পারাই এখন আমার মূল টার্গেট।’
তিনি আরো জানান, ‘নিজের আবেগ সবসময় নিয়ন্ত্রণে রাখতে চাই, অনূভুতি একদম স্বাভাবিক রেখে, ইমোশন কন্ট্রোল করে তবেই খেলতে চাই। আমি একদম নরমাল আছি, আসলে খুশি হওয়ার কোনো কিছুই নেই, বরং আমি সবসময় চিন্তা করি যে ভালো কিছু করতে হবে। খারাপ করলে আমি একদমই হতাশ হই না, আবার ভালো করলেও খুশি হয়ে যাই না। চেষ্টা করি সবসময় নরমাল ও স্বাভাবিক থাকার।’