সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / স্মার্ট ডাক সেবা দিতে সরকার বদ্ধপরিকর- জুনাইদ পলক

স্মার্ট ডাক সেবা দিতে সরকার বদ্ধপরিকর- জুনাইদ পলক

শেরপুর নিউজ ডেস্ক: প্রতিটি মানুষের দোরগোড়ায় স্মার্ট ডাক সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, সময়ের চাহিদা মেটাতে ডাকঘরকে মেইল সার্ভিসিং থেকে ডেলিভারি সার্ভিসিংয়ে রূপান্তরের পাশাপাশি অন্যদের সঙ্গে অবকাঠামো বিনিময়ের মাধ্যমে অংশীদারত্বের ভিত্তিতে উন্নত ডাক সেবা দেওয়ার সুযোগ রয়েছে। সে সুযোগ কাজে লাগাতে তিনি সংশ্লিষ্টদের নকশা তৈরির নির্দেশ দেন।

গতকাল সোমবার ঢাকায় ডাকভবনে স্মার্ট ডাকঘর নির্মাণে ডাক অধিদপ্তর, এটুআই এবং ইক্যাবের সঙ্গে পরামর্শক সভায় এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। পলক বলেন, স্মার্ট ডাক ব্যবস্থায় দেশের ১০ হাজার পোস্ট অফিসকে কেন্দ্র করে বিভিন্ন হাবের মাধ্যমে পণ্য সরবরাহ করা সম্ভব হবে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদার, এটুআইর প্রকল্প পরিচালক মামুনুর রশিদ, পলিসি অ্যাডভাইজার আব্দুল বারী, ইক্যাবের সভাপতি শমী কায়সার, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Check Also

৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

শেরপুর নিউজ ডেস্ক: থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eighteen =

Contact Us