সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / বাংলাদেশ স্বাধীন না হলে এতো সম্মান অর্জন হতো না-সেনাপ্রধান

বাংলাদেশ স্বাধীন না হলে এতো সম্মান অর্জন হতো না-সেনাপ্রধান

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, দেশের যে উন্নয়ন এবং বিশ্বের কাছে যে সম্মান অর্জিত হয়েছে, বাংলাদেশ স্বাধীন না হলে তা সম্ভব হতো না।

শনিবার (৯ মার্চ) সকালে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন এবং ৫ম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি ।

সেনাপ্রধান বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আর্মি মেডিকেল কোর ও ডেন্টাল কোর আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসের সদস্যদের সব সময় প্রস্তুত থাকতে হবে। এ সময় আর্মি মেডিকেল কোর ও ডেন্টাল কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এসব কোরের অবদানের কথা স্মরণ করেন তিনি।

পরে সেনাপ্রধান আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলে অবস্থিত শহিদদের স্মৃতির স্মরণে স্থাপিত ‘বিজ চেতনা’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং আর্মি মেডিকেল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন। অনুষ্ঠানে ঊধ্বর্তন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Check Also

৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

শেরপুর নিউজ ডেস্ক: থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + eight =

Contact Us