সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ

বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশে সফর করতে জানানো আমন্ত্রণে সাড়া দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে এখনো তার সফরের তা‌রিখ চূড়ান্ত হয়‌নি। তবে চলতি বছরের মাঝামাঝিতে সৌদি যুবরাজ দেশে সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। তার এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছেন অনেকে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সৌদি দূতাবাসে রমজান মাস উপলক্ষ্যে খাদ্য বাস্কেট বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ‌্য জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান।

রাষ্ট্রদূত ব‌লেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তার সফরের তারিখ এখনো নির্ধারিত হয়নি। এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে। এছাড়া সৌ‌দি যুবরাজ বাংলা‌দেশ সফর করলে দুই দে‌শের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গু‌লো নি‌য়ে আলোচনা করার সু‌যোগ তৈ‌রি হ‌বে।

সম্প্রতি সৌ‌দি সফর শে‌ষে দে‌শে ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, চলতি বছরের দ্বিতীয়ার্ধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফরে আসতে পারেন।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

সৌ‌দি দূতাবাসের অনুষ্ঠানে জানানো হয়, সানবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে ১৫ হাজার ৭০০ বাস্কেট খাবার বিতরণ করা হবে। কিং সালমান হিউম্যানিটারিয়ান সেন্টার থেকে বিতরণ করা হবে এসব খাবারের বক্স। প্রতি বক্সে ২৪ কেজি খাবার থাকবে।

Check Also

৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

শেরপুর নিউজ ডেস্ক: থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 10 =

Contact Us