সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় গরু ব্যবসায়ী হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

বগুড়ায় গরু ব্যবসায়ী হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার নামুজায় গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক হত্যার রহস্য উদঘাটন ও দোষিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী রাস্তা অরবোধ করে মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নামুজা চৌমোহনী বন্দর এলাকার এ কর্মসূচি পালন করা হয়।

নিহত গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ২০২৩ সালের ১০ মে রাত ৯টার দিকে নামুজা শাহপাড়া এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পরদিন ১১ মে অজ্ঞাতদের আসামী করে নিহতের স্ত্রী সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনার ১০ মাস অতিবাহিত হলেও এখনো কোন আসামী ধরা পড়েনি। বর্তমানে আব্দুর রাজ্জাক হত্যা মামলাটি পিবিআই বগুড়ায় তদন্তে রয়েছে।

মঙ্গলবার বগুড়া সদরের নামুজা চৌমোহনী এলাকায় সহস্রাধিক এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিচারের দাবিতে মানববন্ধন শুরু করে। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী আবেদা বেগম, বোন নারগিছ, জামাই মোমিন শেখ, স্থানীয় সাবেক মেম্বার সাইফুল ইসলাম আলম, বর্তমান মেম্বার বজলু ও রুবেল, শিহাব উদ্দিন, মাহফুজ, মুকুল হায়দার, রবিউল ইসলাম সহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুর রাজ্জাক হত্যাকান্ডের ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামি ধরা পড়েনি। এই মামলার কোন কূল কিনারা হয়নি। এলাকার মাঝে একজন মানবিক মানুষ পরিচিত ছিলেন আব্দুর রাজ্জাক। তিনি সবসময় বিপদে মানুষের পাশে দাঁড়াতেন এবং অন্যায়ের প্রতিবাদ করতেন। ঘটনার দিন রাতে তাকে বাড়ির পাশেই কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। পরের দিন তার স্ত্রী আবেদা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। সেই মামলা বর্তমানে পিবিআই বগুড়াতে তদন্তে রয়েছে। ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত চিহ্নিত আসামিরা ধরা পড়ছে না। তাই অতি দ্রুত আব্দুর রাজ্জাক হত্যার আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। নইলে এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।

দুপুর আড়াইটার দিকে হত্যা মামলার তদন্তের বিষয়ে পিবিআই বগুড়ার এস আই রফিকুল ইসলাম বলেন, আমরা মামলাটি পেয়েছি, বিভিন্ন দিকে লক্ষ রেখে তদন্ত করা হচ্ছে। যেহেতু মামলায় আসামীদের নাম উল্লেখ নেই, সেহেতু নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পিবিআইয়ের উর্ধতন কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশা করছি খুব দ্রুত এই মামলার রহস্য উদঘটনা হবে।

Check Also

বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪ পাচ্ছেন যারা

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২৪ সালের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =

Contact Us