সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / জেনেভায় এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিংয়ে সভাপতিত্ব করলেন স্পিকার

জেনেভায় এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিংয়ে সভাপতিত্ব করলেন স্পিকার

শেরপুর নিউজ ডেস্ক: জেনেভায় এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিংয়ে সভাপতিত্ব করলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (২৩ মার্চ) ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার জেনেভাতে ‘এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিং’ এ সভাপতিত্ব করেন স্পিকার। সুইজারল্যান্ডের জেনেভাতে ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির প্রথম দিনে সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি উদ্বোধনী বক্তব্য দেন। এ সময় সভার এজেন্ডাগুলো এবং অ্যাঙ্গোলার লুয়ান্ডাতে অনুষ্ঠিত ১৪৭তম আইপিইউ অ্যাসেম্বলির মিটিং মিনিটস গৃহীত হয়। পরবর্তীতে আইপিইউ এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের গ্রুপ মেম্বাররা আলোচনা করেন। এসময় এশিয়ান+৩ গ্রুপ মিটিংয়ের রিপোর্ট উপস্থাপিত হয়। এসময় আইপিইউ’র প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকসন ভাষণ প্রদান করেন।

এ সভায় ষষ্ঠ ওয়ার্ল্ড কনফারেন্স অফ স্পিকার অফ দ্যা পার্লামেন্টের প্রিপারেটরি কমিটির নমিনেশন দেওয়া হয়। সভায় এজেন্ডাভিত্তিক সকল সিদ্ধান্ত গৃহীত হয়। বিস্তারিত আলোচনার পর, ফিলিস্তিনের গাজাতে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তলব সংক্রান্ত জরুরি আইটেম গৃহীত হয়।

এ সভায় আইপিইউর প্রেসিডেন্ট, আইপিইউ এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের গ্রুপ মেম্বাররাসহ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো: মুজিবুল হক এমপি, আখতারুজ্জামান এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

Check Also

৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

শেরপুর নিউজ ডেস্ক: থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + ten =

Contact Us