শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুরে ধুনটমোড় বন্দর মোটর শ্রমিক কল্যান সংস্থার উদ্যেঅগে অসহায় দরিদ্র শ্রমিক সদস্যদের মাঝে আসন্ন পবিত্র ঈদুল ভিতর উপলক্ষে ৩শ পাঁচ টি পরিবারের মাঝে লাচ্ছা, সেমাই, চিনি বিতরণ করা হয়েছে। ৬ এপ্রিল শনিবার সকালে শেরপুর ধুনট বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ পূর্বসংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র ও অত্র সংস্থার প্রধান উপদ্ষ্ঠো আলহাজ¦ জানে আলম খোকা। প্রধান অতিথি বন্দর কমিটির এমন উদ্যাগের প্রসংশা করে বলেন, অসহায় শ্রমিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অত্যন্ত মহত উদ্যোগ। আগামীতে আরো বড় পরিসরে প্রকৃত অসহায় শ্রমিক সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও তাদের পাশে দাড়াতে পারে সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
শেরপুরে ধুনটমোড় বন্দর মোটর শ্রমিক কল্যান সংস্থার সভাপতি সওকত খন্দকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও অত্র সংস্থার উপদেষ্ঠা আরিফুর রহমান মিলন, উপদেষ্ঠা সোহেল মির্জা, রুহুল আমিন সিটু, জসিম উদ্দিন মন্ডল প্রমুখ।
Check Also
শাজাহানপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বগুড়ার জেলা প্রশাসক
শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকান্ড পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন …