শেরপুর ডেস্ক: ঈদ উপলক্ষে বগুড়ার শেরপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্দ্যেগে নিম্ন আয়ের মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে।সোমবার (০৮ এপ্রিল) বিকালে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী ফাঁসিতলা সালেহা পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙণে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ শেরপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রবিউল ইসলাম বাবু, শুভ সংঘের স্থানীয় কমিটির উপদেষ্টা ও দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি আইয়ুব আলী, বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সহ-সভাপতি আব্দুল আলিম,সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী,সদস্য হাবিবুর রহমান পান্না,ডা:গোলাম সরোয়ার,ছাত্রলীগ নেতা তানিউল ইসলাম প্রমুখ।
পরে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক হতদরিদ্র নারী পুরুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামীলীগ নেতা সুলতান মাহমুদ বলেন,বসুন্ধরা শুভসংঘ দেশের বৃহত্তম একটি সামাজিক সংগঠন হিসাবে গড়ে উঠেছে। এই সংগঠনটি গণসচেতনামূলক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি আত্মমানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরার অর্থায়নে এটি পরিচালিত হচ্ছে।তিনি আগামিতে শুভসংঘের পাশে থাকার ঘোষণা দিয়ে শেরপুর উপজেলা শুভসংঘ কমিটির বিভিন্ন সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।