সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ফুল ভাসিয়ে পাহাড়ে সামাজিক উৎসব শুরু

ফুল ভাসিয়ে পাহাড়ে সামাজিক উৎসব শুরু

শেরপুর নিউজ ডেস্ক: নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুক্রবার (১২ এপ্রিল) পাহাড়ে শুরু হয়েছে সামাজিক উৎসব। তিন দিনব্যাপী এই আয়োজনের মধ্যে থাকছে ঐতিহ্যবাহী বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু। এর মধ্যে আজ চলছে ফুল বিজু। বাংলা বছরের শেষ দুদিন ও নতুন বছরের প্রথম দিন এই উৎসব পালন করেন পাহাড়ে বসবাসরতরা উপজাতিরা।

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ১১ ভাষাভাষির ১৪টি ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়ি জাতিসত্ত্বার প্রধান সামাজিক উৎসব হচ্ছে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু। স্থানভেদে উৎসবের নামের উচ্চারণগত পার্থক্য থাকলেও এর নিবেদন অভিন্ন। তাই এ উৎসব পাহাড়িদের শুধু আনন্দের নয়, পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ঐক্য ও মৈত্রীর বন্ধনের প্রতীকও। মূলত পুরনো বছরের সব দুঃখ কষ্ট ও গ্লানিকে মুছে ফেলে দিয়ে নতুন বছরের নব উদ্যোগের শুভকামনা করা হয় এসব আচার-অনুষ্ঠানের মাধ্যমে। উৎসবের প্রথমদিন ফুল বিজু। দ্বিতীয় দিন শনিবার মূল বিজু। এ দিন বাড়িতে বাড়িতে চলে খাওয়া-দাওয়ার পর্ব ও আনন্দ আয়োজন। মূল বিজুতে পাহাড়িরা হৈ-চৈ করে ঘুরে বেড়ানো আর খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় জানায়। উৎসবের শেষ দিন গজ্যাপজ্যা বিজু। এ দিন ঘরে বসে বিশ্রাম নেওয়া ছাড়াও বৌদ্ধ মন্দিরে প্রার্থনা ও বয়োজ্যেষ্ঠদের বাড়িতে ডেকে নিয়ে যত্নসহকারে খাওয়ানোসহ আশির্বাদ নেওয়া হয়। আবার মারমা সম্প্রদায় এদিন ঐতিহ্যবাহী পানি খেলার আয়োজন করে। তারা পানি খেলার মাধ্যমে পুরাতন বছরের সমস্ত গ্লানি ও দু:খ কষ্ট দূরে ঠেলে দেয় এবং আশা-আকাঙ্খা নিয়ে নতুন বছরকে বরণ করে। ১৬ এপ্রিল রাঙামাটি মারী স্টেডিয়ামে মারমা সাংস্কৃতিক সংসদের উদ্যোগের পানি খেলা অনুষ্ঠিত হবে।

ফুল বিজুর অংশ হিসেবে শুক্রবার সকালে বিজু-সাংগ্রাই-বৈসুক-বিষু-বিহু-সাংক্রান উদযাপন কমিটি রাঙামাটির উদ্যোগে রাজ বন বিহার পূর্ব ঘাট এলাকায় নদীতে ফুল ভাসানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইন্টুমনি তালুকদারসহ অন্যরা।

এ ছাড়া শহর গর্জনতলিতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফুল ভাসানো, বয়স্কোদের স্নান করানোসহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ও ত্রিপুরা সম্প্রদায়ের নেতারা।

অন্যদিকে, নানিয়ারচর উপজেলা বিজু উদযাপন কমিটির উদ্যোগে ফুল বিজু উপলক্ষে টিএন্ডটি এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘাট পর্ষন্ত শত শত নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরে কলাপতায় ফুল নিয়ে বর্নাঢ্য শোভাযাত্রা বের করেন। পরে তরুণ-তরুণী থেকে সব বয়সীরা চেঙ্গী নদীতে গঙ্গা দেবীর উদ্দেশে ফুল ভাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, ইউএনও এনামুল আহসান খান, সেনাবাহিনীর নানিয়ারচর জোনের ক্যাপ্টেন সাদমান সাবিক অন্টু, নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা প্রমুখ।

Check Also

৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

শেরপুর নিউজ ডেস্ক: থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =

Contact Us