সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ড. ইউনূসের প্রতারণা: ইউনেস্কোর বিস্ময় প্রকাশ

ড. ইউনূসের প্রতারণা: ইউনেস্কোর বিস্ময় প্রকাশ

শেরপুর ডেস্ক: ড. ইউনূস ইউনেস্কোর পুরস্কার পেয়েছেন—এ মর্মে যে বিবৃতি ইউনূস সেন্টার থেকে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ প্রতারণামূলক বলেই মনে করছে ইউনেস্কো। ইউনেস্কো এ বিষয়ে শুধু বিস্মিত হয়নি, ড. ইউনূসের মতো একজন ব্যক্তি কীভাবে এই ধরনের প্রতারণামূলক বক্তব্য ইউনেস্কোর নামে প্রচার করতে পারেন তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছে।

উল্লেখ্য যে, ড. মুহাম্মদ ইউনূস ‘ট্রি অব পিস’ সম্মাননা নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন, যেখানে তিনি দাবি করেছেন যে, বাকুতে তাকে এই সম্মানে ভূষিত করা হয়। কিন্তু ড. মুহম্মদ ইউনূসকে ইউনেস্কো কোন পুরস্কার দেয়নি মর্মে দাবি করা হয়েছে এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন বিএনসিইউ এ ব্যাপারে ড. ইউনূসের কাছে এখন আনুষ্ঠানিকভাবে পত্র দিয়েছে।আগামী ৭ দিনের মধ্যে তাকে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং এই ব্যাখ্যা না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

ঈদের আগের দিন গত ১০ এপ্রিল বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল জুবাইদা মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে ড. ইউনূসের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয় এবং তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়।

এই চিঠিতে বলা হয়েছে যে, ড. ইউনূস পরিচালিত ইউনূস সেন্টার থেকে পাঠানো প্রচারিত উদ্দেশ্যমূলক ও প্রতারণামূলক সংবাদ বিজ্ঞপ্তি অনতিবিলম্বে সংশোধন করে ইউনূস সেন্টারের অফিসিয়াল ওয়েব পেজ থেকে অপসারণ এবং আগামী ৭ কার্যদিবসের মধ্যে ব্যাখা দেওয়ার জন্য বলা হল। ব্যাখ্যা দিতে অপারগ হলে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা বিএনসিইউকে লিখিত ভাবে জানানোর অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ মার্চ ইউনূস সেন্টারের এক বিবৃতিতে দাবি করা হয় যে, আজারবাইজানের বাকু সম্মেলনে ইউনেস্কো থেকে ‘ট্রি অব পিস’ সম্মাননা দেওয়া হয়েছে ড. ইউনূসকে। কিন্তু ২৭ মার্চ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দাবি করেন, ইউনেস্কো থেকে ড. ইউনুসকে কোন রকম সম্মাননা দেওয়া হয়নি। বাকু সম্মেলনে নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার নামে এক সংস্থার আমন্ত্রণে ইউনূসকে সম্মাননা স্মারক দেন ইসরায়েলের ভাস্কর হেদভাসার।

ভাস্কর হেদভাসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিক্ষামন্ত্রীর বক্তব্যের সত্যতা স্বীকার করেন। কিন্তু তারপরও ড. ইউনূসের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়নি। এখন তিনি এটি নিয়ে আরেকটি আইনগত জটিলতায় পড়তে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে আয়কর ফাঁকি, অর্থ পাচার সহ নানা রকম অপকর্মের দায়ে অনেকগুলো মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন ড. ইউনূস। ইতোমধ্যে শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় ড. ইউনূসের বিরুদ্ধে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। যে কারাদণ্ডে তিনি জামিনে আছেন। এছাড়া অর্থ পাচার মামলায় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে চার্জশীট প্রদান করেছে। এ সব মামলা নিয়ে যখন ইউনূস ঝামেলার মধ্যে আছেন তখন নিজেই একটি ঝামেলায় জড়িয়েছেন। যে পুরস্কার তিনি পাননি সেই পুরস্কার নিজের বলে দাবি করেছেন। উল্লেখ্য, ড. ইউনূসের জন্য এ ধরনের প্রতারণামূলক আচরণ এটাই প্রথম নয়। গ্রামীণ ব্যাংক এবং ড. ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেলেও ড. ইউনূস সব সময় গ্রামীণ ব্যাংকের অর্জনটিকে উহ্য রেখেছেন। সেটিকে উপেক্ষার চোখে দেখিয়েছেন। এমন ভাবে তিনি উপস্থাপন করেছেন যেন গ্রামীণ ব্যাংক নয়, শুধু তিনিই নোবেল পুরস্কার পেয়েছেন। সামনের দিনগুলোতে ইউনেস্কো পুরস্কার কেলেঙ্কারিতে ড. ইউনূস বড় ধরনের বিপর্যয়ে পড়তে পারেন বলে অনেকে মনে করছেন।

Check Also

৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

শেরপুর নিউজ ডেস্ক: থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + fourteen =

Contact Us