শেরপুর নিউজ ডেস্ক:নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কলিন মানরো। ৩৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান নিউজিল্যান্ডের হয়ে ১ টেস্ট, ৫৭ ওয়ানডে ও ৬৫টি টি–টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
মানরো ২০২০ সালের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত বলে জানিয়েছিলেন। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড নিশ্চিত করেছিলেন, দল নির্বাচনের আলোচনায় মানরোর নামও আছে। তবে দুই সপ্তাহ আগে ঘোষিত নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাঁর।
মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ার শুরু করা মানরো পরের দিকে হয়ে উঠেছিলেন ওপেনার। ছিলেন কিউই দলের আক্রমণাত্মক ব্যাটসম্যানদের একজন। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা তাঁর ৪৭ বলের সেঞ্চুরিটি ওই সময় ওয়ানডেতে নিউজিল্যান্ডের দ্রুততম ছিল।
এর দুই বছর আগে ২০১৬ সালে অকল্যান্ডে শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টিতে ফিফটি করেন ১৪ বলে, যা কিউই ক্রিকেটারদের মধ্যে দ্রুততম এবং আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে যৌথভাবে চতুর্থ দ্রুততম। টি–টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ৩টি সেঞ্চুরিও তাঁরই।
তিন সংস্করণ মিলিয়ে ১২৩ বার নিউজিল্যান্ডের জার্সি গায়ে তোলা মানরো তাঁর অবসর সিদ্ধান্তের পেছনে টি–টোয়েন্টি বিশ্বকাপের কথা স্পষ্টভাবেই উল্লেখ করেছেন। বিবৃতিতে তিনি বলেছেন, ‘যদিও জাতীয় দলের হয়ে অনেক দিন খেলা হয়নি, কিন্তু ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টির ফর্ম দিয়ে জাতীয় দলে ফেরার আশা আমি কখনোই ছাড়িনি। টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পরিপ্রেক্ষিতে এই অধ্যায়টা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়ার এখনই সঠিক সময়।’