সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় বিএনপি কার্যালয়ে হামলা আ: লীগের দেড়শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ায় বিএনপি কার্যালয়ে হামলা আ: লীগের দেড়শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শেরপুর নিউজ ডেস্ক:বগুড়ায় শহর বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় আরেকটি মামলা হয়েছে। বগুড়া শহর বিএনপির দপ্তর সম্পাদক আসিফ আশরাফ বাদী হয়ে শনিবার রাতে সদর থানায় মামলাটি করেন।

মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনকে। এছাড়া জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভাশিস পোদ্দার লিটন এবং শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খানের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলায় ১৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৬ জুলাই বিকাল ৫টার দিকে শহরের টেম্পল সড়কে শহর বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালান। এ সময় কার্যালয়ের তালা ভেঙে চেয়ার-টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়; পেট্রোল ঢেলে অগ্নিসংযোগও করা হয়। এছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

 

Check Also

শাজাহানপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বগুড়ার জেলা প্রশাসক

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকান্ড পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + seven =

Contact Us