শেরপুর নিউজ ডেস্ক:
প্রায় দুই যুগের বেশি সময় ধরে মাঠের খেলায় আধিপত্য বিস্তার করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠের খেলায় গড়েছেন অসংখ্যা রেকর্ড। যার কারণে তার মানের পাশে যুক্ত হয়েছে ‘কিংবদন্তি’ শব্দটা। ক্যারিয়ারের গোধূলি বেলায় এসে বিশ্বের জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফরম ইউটিউবে ‘ইউআর ক্রিশ্চিয়ানো’ নামে ইউটিউট চ্যানেল খোলেন এই পর্তুগিজ তারকা। মাঠের খেলার মতো এখানেও গড়েন বিশ্বরেকর্ড।
গেল পরশু ইউটিউব চ্যানেল খোলেন রোনালদো। এই কিংবদন্তি ইউটিউবে চ্যানেল খোলার পর গোটা বিশ্বের মধ্যে পড়ে যায় হইচই। তার অসংখ্য ভক্ত-সমর্থকরা হুমড়ি খেয়ে পড়েন চ্যানেলে। চ্যানেল খোলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তার চ্যানেলে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার এসে হিট করে। তাতেই রোনালদো গড়েন বিশ্ব রেকর্ড। বিশ্বের দ্রুততম ১ মিলিয়ন সাবস্ক্রাইব করা চ্যানেল এখন রোনালদোর। শুধু তাই নয়, চ্যানেল খোলার ২৪ ঘণ্টার মধ্যে ১০ মিলিয়ন সাইস্ক্রাইবার হয় এই আল নাসর তারকার ইউটিউবে। যা-ও একটি বিশ্ব রেকর্ড।
এর আগে এই রেকর্ড ছিল হ্যামস্টার কম্ব্যাটের দখলে। সেটি ছিনিয়ে নেন রোনালদো। শুধু ইউটিউব নয়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রোনালদোর ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সে রয়েছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। ফেসবুকে ১৭০ মিলিয়ন, এক্সে ১২২.৫ মিলিয়ন ও ইনস্টাগ্রামে ৬৩৬ মিলিয়ন ফলোয়ার এই তারকার।
অন্যদিকে বর্তমানে ইউটিউবে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবারের মালিক যুক্তরাষ্ট্রের ইউটিউবার মিস্টার বিস্ট। তার সাবস্ক্রাইবারের সংখ্যা ৩১১ মিলিয়ন। অনেকের শঙ্কা করেছেন মিস্টার বিস্টকেও ছাড়িয়ে যেতে পারেন পতুর্গিজ এই মহা তারকা। এই রিপোর্ট লেখা পর্যন্ত রোনলাদোর ‘ইউআর ক্রিশ্চিয়ানো’ নামে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ২০ মিলিয়ন। সেই সঙ্গে তার এক ভিডিও এখন পর্যন্ত মানুষ দেখেছেন সর্বোচ্চ ১৪ মিলিয়ন বার।