শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে আলতাদীঘি ফাজিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য, জমি বন্ধক রেখে লাখ লাখ টাকা আত্মসাত ও উন্নয়নের নামে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ এনে অধ্যক্ষ রফিকুল ইসলাম ও তার সহযোগীদের বিচার দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৮আগস্ট) বেলা এগারোটার দিকে মাদ্রাসা প্রাঙণ ও স্থানীয় বাজার এলাকায় দুর্নীতি বিরোধী ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ঘন্টাব্যাপি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নয় দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। দ্রুততম সময়ের মধ্যে এসব দাবি মানা না হলে ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা।
মাদ্রাসার ছাত্র মিরাজুল ইসলাম, খাইরুল ইসলাম, নাদিম হোসেন, আবু মুসা, কাওছার আহমেদ, ছাত্রী নুরজাহান খাতুন, রেহেনা আক্তারসহ একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে। এখানে শুন্যপদে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়ার নামে লাখ লাখ টাকা বাণিজ্য করা হয়েছে। অথচ মাদ্রাসার ফান্ডে একটি কানাকড়িও জমা দেওয়া হয়নি। এমনকি মাদ্রাসার নামে প্রায় সতের বিঘা জমি রয়েছে, সেগুলো বার্ষিক পত্তনী দেওয়ার পরিবর্তে বন্ধক রাখা হয়েছে। প্রতি বিঘা জমি চার লাখ করে টাকায় বন্ধক রেখে সম্পুর্ণ টাকা আত্মসাত করা হয়। এছাড়া ল্যাব সহকারি একটি পদের বিপরীতে একাধিক চাকরি প্রার্থীর নিকট থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম ও তার সহযোগীরা। এই পদে ২২লাখ টাকা নিয়ে এক প্রার্থীকে নিয়োগ দেওয়া হলেও অন্যান্যদের নিকট থেকে নেওয়া টাকা ফেরত দিতে তালবাহানা করছেন। এছাড়া মাদ্রাসার আয়-ব্যয়ের ক্ষেত্রেও রয়েছে বড় ধরণের গড়মিল। কাগজে-কলমে মাদ্রাসার উন্নয়নের ভাওচারসহ বিভিন্ন ভুয়া ভাওচার তৈরী করে হাজার হাজার টাকা আত্মসাত করেছেন ওই সিন্ডিকেট।
এসব শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব শিক্ষার্থীসহ এলাকাবাসীর সামনে প্রকাশ করতে হবে। বেহাল শ্রেণীকক্ষগুলো মেরামত করতে হবে। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পুরুণ, সার্টিফিকেট ও প্রশংসাপত্র নেওয়ার সময় বাড়তি টাকা নেওয়া যাবে না। ছাত্রীদের বিশ্রামাগার দ্রুত মেরামত করে ছাত্র-ছাত্রীদের পৃথক নামাজের জায়গা তৈরী করতে হবে। ভাইস প্রিন্সিপালের ওপর জুলুম নির্যাতন বন্ধ ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সহনশীল আচারণ নিশ্চিতকরণসহ নয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহবান জানান তাঁরা।
জানা যায়, মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম বেশকিছুদিন ধরেই মাদ্রাসায় আসছেন না । দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অনুপস্থিত থাকায় মাদ্রাসার প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম একেবারেই ভেঙে পড়েছে। তবে মাদ্রাসায় না এসেও হাজিরা খাতায় ঠিকই স্বাক্ষর করেন বলে অভিযোগ রয়েছে। তাই জরুরি ভিত্তিতে এসব অনিয়ম-দুর্নীতি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
এদিকে বেলা বারোটার দিকে সরেজমিনে গেলে তাদের দু’জনকেই মাদ্রাসায় পাওয়া যায়নি। অধ্যক্ষের কার্যালয়ের ফটকের তালা খোলা। কিন্তু তিনি উপস্থিত না থাকায় দরজা বন্ধ করে রাখা হয়েছে। বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে চাইলে উপাধ্যক্ষ শফিকুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজী হননি। তবে শিক্ষার্থীদের আন্দোলন ও তাঁদের পক্ষ থেকে দেওয়া নয় দফা সম্বলিত একটি কাগজ পেয়েছেন বলে স্বীকার করেন তিনি। অপরদিকে অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষ রফিকুল ইসলামের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।