সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণের দাবি

শেরপুরে মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণের দাবি

 

শেরপুর নিউজ ডেস্ক :

সারাদেশের ন্যায় বগুড়ার শেরপুরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় শেরপুর স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় উল্লিখিত দাবির আলোকে মানবন্ধন করেন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম জিন্নাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোজাফফর আলী, উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই বারি, মহিপুর দাখিল মাদ্রাসার সুপার আবদুস সাত্তার, হাপুনিয়া মহাবাগ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দানিসুর রহমান, তালতা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের ৯৭ ভাগ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। যা জাতীয়করণ করা খুবই জরুরী হয়ে পরেছে। বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের জানান তারা। শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করা ১০-১২ বছরের দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত সেসিপ এর জনবল রাজম্ব খাতে স্থানান্তরের অসমমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করা সহ অন্যান্য যৌক্তিক দাবি খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে।

Check Also

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত স্কুলছাত্র রাতুলের দাফন সম্পন্ন

  শেরপুর নিউজ ডেস্ক : বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত স্কুল ছাত্র জুনায়েদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − eight =

Contact Us