শেরপুর নিউজ ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল বুধবার (৯ অক্টোবর)। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দুর্গোৎসব ঘিরে কিছুটা উদ্বেগ-শঙ্কা বিরাজ করছে পূজারিদের মধ্যে। দেশের বেশ কয়েকটি জায়গায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা আরও আতঙ্ক ছড়িয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত তারা।
জানা যায়, এবার সারাদেশে ৩১ হাজার ৪৬১টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বেশ সজাগ। এবার পরিবর্তিত পরিস্থিতিতে শঙ্কার মধ্যে রয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিগত বছরগুলোতে গুজব ছড়িয়ে পূজামণ্ডপে হামলার ঘটনা এখনো তাদের মনে দাগ কাটে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে দুর্গাপূজা শেষ করতে বদ্ধপরিকর।
আমাদের মধ্যে আতঙ্ক-আশঙ্কা এগুলো থাকবেই। সেটা সব পূজার সময় থাকে। পরিবর্তিত পরিস্থিতিতে আতঙ্ক-আশঙ্কা আরেকটু বেশি থাকতে পারে।- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনে যা যা করণীয় তার সবকিছুই করা হবে। কেউ যাতে উসকানি কিংবা গুজব ছড়িয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করতে পারে সেদিকে কড়া নজরদারি রাখা হবে। বিশেষ করে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। নির্বিঘ্নে পূজা উদযাপন করতে যা করণীয় সেনাবাহিনী তাই করবে।
গত ২ অক্টোবর দুর্গাদেবীর আবাহন তথা মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীর আরাধনা। এর এক সপ্তাহ পর ৯ অক্টোবর মহাষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী এবং ১২ অক্টোবর মহানবমী শেষে ১৩ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনের দুর্গোৎসব।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সূত্র বলছে, ৫ আগস্টের পর উদ্ভূত পরিস্থিতির পাশাপাশি ফেনী, নোয়াখালীসহ কয়েকটি জেলায় আকস্মিক বন্যার কারণে ওই অঞ্চলের বেশ কিছু মন্দির-মণ্ডপসহ দেশের অনেক মণ্ডপে এবার পূজা হচ্ছে না। চূড়ান্তভাবে পূজামণ্ডপের সংখ্যা এখনো হিসাব করা না গেলেও এবার ৩১ হাজারের কিছু বেশি দাঁড়াবে। গত বছর পূজা হয়েছিল ৩২ হাজার ৪০৮টি মণ্ডপে। তবে ঢাকা মহানগরীতে পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। মহানগর সর্বজনীন পূজা কমিটির হিসাবে এবার ঢাকা মহানগরীতে পূজামণ্ডপের সংখ্যা ২৫৩টি, যা গতবারের তুলনায় ছয়টি বেশি।