শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) বিকেলে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন।
উপদেষ্টার উদ্বোধনের পরই বগুড়া সদর এলএসডি প্রাঙ্গণে সরাসরি কৃষক ও চালকল মালিকের কাছ থেকে ধান ও চাল ক্রয়ের মধ্য দিয়ে বগুড়ায় আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রিয়াজুর রহমান রাজু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মতলুবুর রহমান, বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হারুন উর রশিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) আবুল হোসেন খান, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ আলী, জেলা চালকল মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, মেসার্স কিবরিয়া অটো রাইস মিলের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া বাহার, সদরের কৃষক রাসেল মিয়া প্রমুখ।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, আমন মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ১২ হাজার ৬১০ মেট্রিক টন ধান এবং ৪৭ টাকা কেজি দরে ৩২ হাজার ২৮৪ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৪৬ টাকা কেজি দরে ৩ হাজার ৬১৮ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।
খাদ্য বিভাগে চাল সরবরাহের জন্য ১৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে চুক্তি করতে হবে চালকল মালিকদের (মিলার)। এছাড়া ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও সিদ্ধ চাল এবং ১৭ নভেম্বর থেকে ১৫ মার্চ ২০২৫ পর্যন্ত আতপ চাল সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।