সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / পৃথিবীর কোনো দেশে এমন সীমান্ত হত্যা হয় না : পররাষ্ট্র উপদেষ্টা

পৃথিবীর কোনো দেশে এমন সীমান্ত হত্যা হয় না : পররাষ্ট্র উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: সীমান্ত হত্যা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, পৃথিবীর অনেক দেশ আছে, সীমান্ত আছে। তবে এমন সীমান্ত হত্যা হয় না। সীমান্তে অপরাধ হতেই পারে। তাই বলে কোনও সীমান্তে গুলি করে মারার কোনও যুক্তি থাকে না।

তিনি বলেন, ভারতের উচিত, সীমান্তে অপরাধীকে ধরা এবং তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া ও প্রচলিত আইনে বিচার করা।

শনিবার (৩০ নভেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, সেটা দুই দেশের মধ্যে সম্পর্কে কোনও সহায়ক নয়। আমাদের সম্পর্কে ভারতীয় মিডিয়া মিথ্যাচার করছে, সেটা আমাদের মিডিয়াকে তুলে ধরতে হবে।

বাংলাদশে কারও জন্য থ্রেট নয় দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আবার আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। আমাদের মূল উদ্দেশ্য থাকবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানো।’পৃথিবীর কোন দেশে এমন সীমান্ত হত্যা হয় না : পররাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত হত্যা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, পৃথিবীর অনেক দেশ আছে, সীমান্ত আছে। তবে এমন সীমান্ত হত্যা হয় না।

সীমান্তে অপরাধ হতেই পারে। তাই বলে কোনও সীমান্তে গুলি করে মারার কোনও যুক্তি থাকে না।
তিনি বলেন, ভারতের উচিত, সীমান্তে অপরাধীকে ধরা এবং তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া ও প্রচলিত আইনে বিচার করা।

শনিবার (৩০ নভেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, সেটা দুই দেশের মধ্যে সম্পর্কে কোনও সহায়ক নয়।

আমাদের সম্পর্কে ভারতীয় মিডিয়া মিথ্যাচার করছে, সেটা আমাদের মিডিয়াকে তুলে ধরতে হবে।

বাংলাদশে কারও জন্য থ্রেট নয় দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আবার আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। আমাদের মূল উদ্দেশ্য থাকবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানো।’

Check Also

হজ নিবন্ধনের সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

শেরপুর নিউজ ডেস্ক: হজযাত্রী নিবন্ধনের সময় শেষবারের মতো আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। আগামী বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − nine =

Contact Us