শেরপুর নিউজ ডেস্ক:
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচে হাতে রেখেই নিজেদের করে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা। এখন তাদের লক্ষ্য শেষ ওয়ানডেতেও জয় তুলে নিয়ে আয়ারল্যান্ডের মেয়েদের হোয়াইটওয়াশের লজ্জা দেয়া। সেই সঙ্গে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করা।
শনিবার (৩০ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে আগে ব্যাটিং করে টাইগ্রেস বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় আইরিশরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন অ্যামি হান্টার। জবাবে বাংলাদেশ ৫ উইকেট ও ৩৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। বাংলাদেশের হয়ে ফারজানা হক ৫০ রান করেন। এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি এক ম্যাচ আগেই নিজেদের করে নেয়।
আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পায় বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের ম্যাচে টসে হেরে প্রথম বল করে আইরিশদের নাগালের মধ্যেই রেখেছে বাংলাদেশ।
অন্যদিকে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প ছিল না আয়ারল্যান্ড নারী দলের । তাই টস জিতে প্রথমে ব্যাটিং করে ১৯৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশকে।