শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান (৫০) শেরপুর শহরের উত্তরসাহাপাড়ার মৃত কুরানু মণ্ডলের ছেলে এবং ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে শেরপুর থানায় হামলা ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে পাঠানের নির্দেশ দেন।