সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির অনুদান বিতরণ

বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির অনুদান বিতরণ

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির আয়োজনে বুধবার সকালে শহরের জলেশ্বরীতলাস্থ সমিতির কার্যালয়ে ২৮০ জনের মাঝে সমিতির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিভিন্ন খাতে প্রাপ্ত ২৮ লক্ষ ৯৩ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে।

সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদানের এই অর্থ সকলের হাতে তুলে দেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আরাফাত হোসেন।

অনুষ্ঠানে সমিতির সার্বিক কণ্যাণমূলক কাজের বিবরণী তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সমিতির বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব নওয়াব আলী এবং অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন ছমির উদ্দীন, অধ্যাপক আহম্মদ আলী ও এবিএম আব্দুর রশিদ।

এই বছর সমিতির উদ্যোগে বগুড়ায় ৪৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে ৫ লক্ষ ৫৬ হাজার টাকা, সমিতির ১২০ জন সদস্যের মাঝে এককালীন অনুদান হিসেবে ৯ লক্ষ ৫৯ হাজার টাকা, ১০৯ জন সদস্যের মাঝে চিকিৎসা, কন্যা বিবাহ ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ খাতে ১৩ লক্ষ ৮ হাজার টাকা এবং জটিল রোগের চিকিৎসা বাবদ সমিতির ৩ জন সদস্যের মাঝে আরো ৭০ হাজার টাকা সর্বমোট ২৮০ জনের মাঝে অনুদানের অর্থস্বরুপ এবছর মোট ২৮ লক্ষ ৯৩ হাজার টাকা বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রম শেষে সমিতির মৃত সদস্যদের রুহের মাগফেরাত এবং দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Check Also

বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগ গ্রেফতার ৩

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিভিন্ন বিচারকের সিল ও স্বাক্ষর জাল করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 8 =

Contact Us