শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় আবাসিক হোটেলে ছুরিকাঘাতে আহত ম্যানেজার মো. বিপুল (৪০) মারা গেছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
এর আগে একদল দুর্বৃত্ত দুপুরে সদরের মাটিডালি বিমান মোড় এলাকায় সানশাইন আবাসিক হোটেলে ঢুকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত তাকে হত্যার কারণ ও জড়িতদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
হোটেল মালিক সোহেল জানান, নিহত মো. বিপুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সালমার মিরারপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে। তিনি তার সানশাইন আবাসিক হোটেলে ম্যানেজার পদ চাকরি করতেন। তিনি রাতে হোটেলেই ঘুমাতেন। মঙ্গলবার বেলা ২টার দিকে ৬/৭ জনের এক দল দুর্বৃত্ত মোটরসাইকেলে হোটেলের সামনে আসে। তারা সিনেমা স্টাইলে হোটেলে ঢুকে। কিছু বোঝার আগেই তারা ম্যানেজার বিপুলকে বুকে ও পাঁজরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত অবস্থায় বিপুলকে প্রথমে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে বিপুল মারা গেছেন। হোটেল মালিক এ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের সম্পর্কে কিছু ব্যাপারে কিছু বলতে পারেননি।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, এ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।