Home / অর্থনীতি / বাংলাদেশে দিন দিন কমছে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা

বাংলাদেশে দিন দিন কমছে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশে দিন দিন কমছে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা। গত এপ্রিলের পর থেকে অক্টোবর মাস পর্যন্ত ধারাবাহিকভাবে কমেছে ইন্টারনেট গ্রাহক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য এমনই বলছে।

বিটিআরসির তথ্যমতে, ইন্টারনেটের মতো মোবাইল ফোনের গ্রাহকও কমছে। এক মাসের ব্যবধানে দেশে মোবাইল ফোন ইন্টারনেট গ্রাহক কমেছে ২১ লাখ ৯০ হাজার। ডেটা প্যাকেজ নিয়ে বিটিআরসির নতুন নির্দেশনা এবং অর্থনৈতিক পরিস্থিতির কারণে গ্রাহক কমছে বলে মনে করছে অপারেটররা।

সর্বশেষ ৯০ দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি একবার ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহার করেন, তবে তাকে সংশ্লিষ্ট সেবার গ্রাহক হিসেবে ধরে বিটিআরসি।

চলতি বছরের জুন মাসে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ১৪ কোটি ২১ লাখ ৭০ হাজার। বিগত সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন যখন তুঙ্গে, সেই আলোচিত মাসেও গ্রাহক সংখ্যা কমে দাঁড়ায় ১৪ কোটি ১০ লাখ ৫০ হাজারে। আগস্টে যা নেমে আসে ১৪ কোটি ৫ লাখে। এরপর সেপ্টেম্বরে কমে দাঁড়ায় ১৩ কোটি ৮৬ লাখ ২০ হাজারে। অক্টোবরে নেমে আসে ১৩ কোটি ৭১ লাখ ৮০ হাজারে।

এদিকে ইন্টারনেটের মোট গ্রাহক কমলেও বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেট (আইএসপি ও পিএসটিএন) ব্যবহারকারী। সেপ্টেম্বর ও অক্টোবরে এ সংখ্যা ১ কোটি ৩৭ লাখ ৪০ হাজারে পৌঁছায়। ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক বাড়লেও গত জুনের পর থেকে ধারাবাহিকভাবে কমছে মোবাইল ইন্টারনেট গ্রাহক। গত জুনে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল ১২ কোটি ৯১ লাখ ৭০ হাজার। গত অক্টোবরে যা নেমে আসে ১২ কোটি ৩৪ লাখ ৪০ হাজারে।

ইন্টারনেট বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, মূল্যস্ফীতিসহ নানা কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমছে। হয়তো এ কারণে ইন্টারনেট ব্যবহারকারী কমছে। আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বাড়াতে নানা উদ্যোগ নিয়েছেন তারা। স্বল্পমূল্যের পাশাপাশি সেবার মান বাড়ানো হয়েছে। এ জন্যই ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে।

এ বিষয়ে বাংলালিংক ও রবির দুই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, জনপ্রিয় তিন দিনের ছোট ইন্টারনেট প্যাকেজ বন্ধ হয়ে যাওয়ায় অনেক গ্রাহক ইন্টারনেট থেকে সরে গেছেন। প্যাকেজ সংখ্যা কমা ছাড়াও অর্থনৈতিক অস্থিতিশীলতা, শীত মৌসুম ও রাজনৈতিক পরিস্থিতি ভূমিকা রেখেছে। নিম্ন আয়ের মানুষ ব্যয় কমিয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Check Also

ব্যাংকে কোটি টাকার বেশি ডিপোজিট থাকা অ্যাকাউন্ট কমেছে

শেরপুর নিউজ ডেস্ক: সেপ্টেম্বর প্রান্তিক শেষে ব্যাংক খাতে কোটি টাকার বেশি ডিপোজিট থাকা অ্যাকাউন্টের সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =

Contact Us