শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে খাদ্য অধিদপ্তর কর্তৃক লাইসেন্স ব্যতিত সেমি অটোরাইচ মিল পরিচালনার অভিযোগে তিনটি সেমি অটোরাইচ মিলকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গত ১৯ ডিসেম্বর বৃহষ্পতিবার সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী অফিসার আশিক খান উপজেলার শেরুয়া বটতলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি বিভিন্ন চাল কলে গিয়ে লাইসেন্স, অতিরিক্ত মজুদ ও কেনা বেচা সঠিক আছে কিনা তা যাচাই বাছাই করেন। এ সময় উপজেলার শেরুয়া নওদাপাড়ার জহুরুল ইসলামের ভাই ভাই সেমি অটো রাইচ মিলকে ৩০ হাজার টাকা, ফুলতলার নাহিদ হাসানের ভাই ভাই সেমি অটো রাইচ মিলকে ৩০ হাজার টাকা ও কামরুল ইসলামের ইখওয়ান সেমি অটো রাইচ মিলকে ২০ হাজার জরিমানা করেন। সকলকে খাদ্য দ্রব্য উৎপাদন, মজুদ স্থানান্তর পরিবহন, সরবরাহ ও বিতরন কার্যক্রম আইন ২০২৩ এর ৩ (ঘ) উপধারায় জরিমানা করা হয়। এ সময় শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন এ কাইয়ুম উপস্থিত ছিলেন।