শেরপুর নিউজ ডেস্ক: ‘নীলপদ্ম’, রুনা খান অভিনীত নতুন সিনেমা। যা জায়গা করে নিয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে। তৌফিক এলাহীর পরিচালনায় এতে রুনা খান অভিনয় করেছেন একজন যৌনকর্মীর চরিত্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমার চরিত্র ও কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি।
জানিয়েছেন, ‘নীলপদ্ম’র শুটিং হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে। আর শুটিংয়ের কাজে সেখানে এবারই প্রথম গিয়েছেন এই অভিনেত্রী। কাজের ফাঁকে কথা বলেছেন যৌনকর্মীদের সঙ্গেও।
রুনা খানের কথায়, ‘আমার সিনেমার পরিচালক তৌফিক এলাহির প্রথম সিনেমা “নীলপদ্ম”। তিনি পিএইচডি করেছেন, বর্তমানে নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষক। এই কাজটি নিয়ে দীর্ঘসময় তিনি যৌনকর্মীদের জীবন, সামাজিক অবস্থান নিয়ে গবেষণা করেছেন। এ কাজের সুবাদে দৌলতদিয়ায় গিয়ে প্রথম শুটিং করেছি। পরিচালকের ব্রিফিং রপ্ত করে সেখানে গিয়েছিলাম। যৌনকর্মীর চরিত্রে অভিনয় করতে গিয়ে তাদের খুব বেশি অনুকরণ করতে হয়নি। কারণ, আমার গায়ের রঙ খুবই সাধারণ আর চারটে মানুষের মতো। তাই গায়ের রঙ নিয়ে বাড়তি যত্ন করতে হয়নি। সেখানকার মেয়েরা খুব বেশি মেকআপ নেয় না। তবে কস্টিউমের সেক্ষেত্রে ওদের হেল্প নিতে হয়েছে। কারণ, আমি সাদামাটা পোশাক নিয়ে গিয়েছিলাম। কিন্তু ওদের পোশাক খুবই কালারফুল।’
তিনি আরও বলেন, ‘ওই পাড়ার মেয়েদের শাড়ি পরিষ্কার করে পরে ব্যবহার করেছি। প্রথম ওখানে গিয়ে মানুষ হিসেবে ওদের কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। শুটিংয়ের অবসরে ওদের সঙ্গে গল্প করেছি। ওরা খুব সাদামাটা জীবনযাপন করে। ওরা আমার সিসিনপুর, ফ্যামিলি ক্রাইসিস নাটকের গল্প বলেছে। এমনও দেখেছি সেখানে তারা ইউটিউবে শাকিব খানের সিনেমা দেখছে। কাবিলা পলাশ ওদের কাছে খুব পরিচিত। আমি একজন অভিনয় শিল্পী এটা আমার পেশা। ওরা যৌনকর্মী, এটা ওদের পেশা। আসলে সবকিছুর উপরে সবাই মানুষ।’
যদি সুযোগ আসে দৌলতদিয়ার যৌনকর্মীর জন্য কী করবেন? এমন প্রশ্নের উত্তরে রুনা খান বলেন, ‘মানুষ হিসেবে ওদের সম্মান দেওয়ার ব্যবস্থা করব। ওরা আর্থিকভাবে আত্মনির্ভরশীল। উদাহরণ হিসেবে বলি, অনেক অভিনয়শিল্পী ১০ বছর পর পেশা বদলে ব্যবসায় যুক্ত হচ্ছেন। ঠিক তেমনি তারা যৌনকর্মী যদি ১০ বছর পর সিদ্ধান্ত নেয় অন্য পেশায় যাবে, তাদের সুযোগ দেওয়া উচিত। এই সুযোগটুকু যদি রাষ্ট্র বা আমাদের সমাজ দেওয়ার চেষ্টা করে তাহলেই হবে।’