Home / দেশের খবর / ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রী গ্রেফতার

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রী গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক: বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ছাগলকাণ্ডে জড়িত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেফতার করেছে ডিবি।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

২০২৪ সালে ঈদুল আজহার আগে ১২ লাখ টাকার ছাগলের বায়না করা এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের কর্মকাণ্ড, তার পরিচয় এবং উভয়ের সম্পর্ক নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছিলেন সাইয়েদ আবদুল্লাহ। সেসব পোস্টের ভিত্তিতেই বিভিন্ন গণমাধ্যম অনুসন্ধান করে ওই কর্মকর্তার দুর্নীতির তথ্য বের করে।

Check Also

পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

শেরপুর নিউজ ডেস্ক: ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 5 =

Contact Us