শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ওপার বাংলার প্রতিম ডি গুপ্তের ছবি ‘চালচিত্র’র মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেছেন এই অভিনেতা। গত ২০ সেপ্টম্বর ছবিটি মুক্তি পায়। কথা ছিল ছবি মুক্তির সময় কলকাতায় থাকবেন তিনি, চালাবেন প্রচারণা। কিন্তু ভারত-বাংলাদেশের পরিবর্তিত কুটনৈতিক পরিস্থিতির কথা সকলেরই জানা। তাই ভারতের পাননি তিনি।
অপূর্ব ভিসা না হওয়ার সময়েই বাংলাদেশে অভিনেত্রী পরীমণির ব্যাপারে আশঙ্কা তৈরী হয়েছিলো যে তার ছবি মুক্তির সময় একই ঘটনা ঘটতে পারে। অবশেষে তাই হলো! পরীমণি নিজেই বৃহস্পতিবার বিকেলে এক স্ট্যাটাসের মাধ্যমে সে কথা জানিয়েছেন। পরী লিখেছেন, ‘আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ এ কলকাতায় আমার সিনেমা ‘ফেলুবক্সি’ রিলিজ হবে! আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি। ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত, কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসা টা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সি টিমের সবাই কে। কান্না পাচ্ছে আমার।’