সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / টানা ৮ জয়ে শীর্ষস্থান মজবুত রংপুর রাইডার্সের

টানা ৮ জয়ে শীর্ষস্থান মজবুত রংপুর রাইডার্সের

শেরপুর নিউজ ডেস্ক:

জয়রথ চলছেই রংপুর রাইডার্সের। চিটাগং কিংসকে হারিয়ে চলতি বিপিএলে টানা অষ্টম জয় পেয়েছে নুরুল হাসান সোহানের দল। চট্টগ্রামে স্বাগতিকদের ৩৩ রানে হারায় রংপুর।

শুক্রবার (১৭ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে রাইডার্সরা। জবাবে ১৩১ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম।

১৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। শামিম পাটোয়ারি ছাড়া আর কেউই পারেননি দাপট দেখাতে। কিন্তু তার ৩১ বলে ৩৮ রানের ইনিংস কেবল ব্যবধানই কমিয়েছে। শেষমেশ ২০১৭ সালের চ্যাম্পিয়নদের জয়রথ থামাতে পারেনি চিটাগং।

টানা অষ্টম জয়ে সবার আগে প্লে-অফে পা রাখলো রংপুর। আর ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে চিটাগং। নেট রানরেটে পিছিয়ে তিনে বরিশাল।

এর আগে, চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন খুশদিল শাহ। ২৮ বল মোকাবিলায় ২ চার ও ৭ ছক্কা হাঁকান তিনি। এ ছাড়া ৩২ বলে টেলর ৩৯, মেহেদী ১২ বলে ১৭ ও সাইফ ১৮ বলে ১৭ রান করেন।

এই ৪ জন ছাড়া আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। মূলত খুশদিলের দুইশ’রও বেশি স্ট্রাইক রেটের ইনিংসে ভর করেই লড়াকু পুঁজি পায় রংপুর।

চিটাগংয়ের হয়ে আলিস ও ওয়াসিম দুটি করে এবং বিনুরা ফার্নান্দো, আরাফাত সানি ও নাঈম একটি করে উইকেট শিকার করেন।

Check Also

বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের জেসি

শেরপুর নিউজ ডেস্ক: নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো আম্পায়ারিং করতে যাচ্ছেন বাংলাদেশের সাথিরা জাকির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 5 =

Contact Us