সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / শেরপুর সরকারি কলেজের ২১ শিক্ষার্থী পেলেন মেডিকেলে ভর্তির সুযোগ

শেরপুর সরকারি কলেজের ২১ শিক্ষার্থী পেলেন মেডিকেলে ভর্তির সুযোগ

শেরপুর নিউজ ডেস্ক: শেরপুর জেলার অন্যতম বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজের ২১ শিক্ষার্থী এ বছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর সোমবার এ তথ্য জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

একসঙ্গে এতজন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় খুশি কলেজ কর্তৃপক্ষ। কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরী জানান, বিগত বছর থেকে এ বছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ বেশি পেয়েছে। তবে আমরা আরও বেশি আশা করেছিলাম।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ কামাল উদ্দিন বলেন, প্রতিবছর এ কলেজ থেকে মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়ে থাকে। এসব কৃতী শিক্ষার্থীকে কলেজ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

এ বছর যারা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন তারা হলেন— তাসনীম (সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), প্রীতি খানম (সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), মিত্রা (রাজশাহী মেডিকেল কলেজ), রিতু (ময়মনসিংহ মেডিকেল কলেজ), রেশমি (সলিমুল্লাহ মেডিকেল কলেজ), নিশাল (ময়মনসিংহ মেডিকেল কলেজ), রিতু (ময়মনসিংহ মেডিকেল কলেজ), তওহিদ (শেরে-বাংলা মেডিকেল কলেজ), আফিয়া ইবনাত (রংপুর মেডিকেল কলেজ), সুপ্তি (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ), সাদিয়া (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ), আদিবা আহসান (বগুড়া মেডিকেল কলেজ), তাহমিনা (এম.এ.জি উসমানী মেডিকেল কলেজ), পূজা (মুগদা মেডিকেল কলেজ), নুসরাত (সিলেট মেডিকেল কলেজ), ইভা (টাঙ্গাইল মেডিকেল কলেজ), আরাফাতুল (চাঁদপুর মেডিকেল কলেজ), ফাহমিদা (ফরিদপুর মেডিকেল কলেজ), নিশাত (জামালপুর মেডিকেল কলেজ), মিতালী (সাতক্ষীরা মেডিকেল কলেজ) ও রিয়া (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ)।

Check Also

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শেরপুর নিউজ ডেস্ক: দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =

Contact Us