সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ৪ দাবিতে শাহবাগ অবরোধে ম্যাটস শিক্ষার্থীরা

৪ দাবিতে শাহবাগ অবরোধে ম্যাটস শিক্ষার্থীরা

শেরপুর নিউজ ডেস্ক: অবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ এবং সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরিসহ ৪ দফা দাবি নিয়ে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুল-ম্যাটসের শিক্ষার্থীরা।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকার গুরুত্বপূর্ণ এই মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেন বলে রমনা জোনের ডিসি মাসুদ আলম (বিপিএম) ভোরের কাগজকে জানিয়েছেন।

এতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তিনি বলেন,“দাবিদাওয়া নিয়ে ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করেছে। এখনও রাস্তা বন্ধ, সেখানে যানবাহন চলাচল বন্ধ আছে।”

ম্যাটসের শিক্ষার্থীদের চার দফা দাবিগুলোর মধ্যে আছে অবিলম্বে দশম গ্রেডে শুন্য পদে নিয়োগ, কর্মসংস্থান এবং সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি করতে হবে।

চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এব বছরের ইন্টার্নশিপ চাইছেন তারা।

এছাড়া প্রস্তাবিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করা এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ চেয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

Check Also

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস

শেরপুর নিউজ ডেস্ক: জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + fourteen =

Contact Us