সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / শিলংয়ে খেলতে এসে বাংলাদেশ ফুটবল দলের ভোগান্তি

শিলংয়ে খেলতে এসে বাংলাদেশ ফুটবল দলের ভোগান্তি

শেরপুর নিউজ ডেস্ক:

এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলতে এসে বাংলাদেশ ফুটবল দল ভোগান্তির মধ্যে পড়েছে। গত পরশু ঢাকা থেকে কলকাতা হয়ে শিলং পৌছায় হামজারা। তারপর থেকেই নাকি পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানা গেছে। কোথায় অনুশীলন করবে, মাঠ কোথায় তা নিয়ে ভোগান্তি। গেল পরশু শিলংয়ে এসেছে। তবে গতকাল অনুশীলনে নামার আগেও জানা ছিল না যে, তারা কোন মাঠে অনুশীলন করতে যাবে। যেখানে নিয়ম অনুসারে অনুশীলনের জন্য আগে থেকেই মাঠ নির্ধারণ করা থাকে। এক দিন আগেই জানিয়ে দেয়া হয় দলগুলোকে। কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত বাংলাদেশ ফুটবল দল জানত না, তারা কোথায় কোন মাঠে অনুশীলন করবে। একটা সময় আদৌ অনুশীলন হবে কি না, সেটা নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়। দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন বিকাল ৩টার সময় জানানো হয়েছে অনুশীলন হবে কোন মাঠে। একটা দেশের ফুটবল দল অনুশীলন করবে কোথায়, সেটি আগে থেকেই নির্ধারণ করা থাকে। সেভাবে মাঠে যাওয়া-আসা, ট্র্যাফিক জ্যাম, দুপুরের খাবার নির্ধারণ হয়ে থাকে। কিন্তু অনুশীলনের আগের রাতে সেটি জানতে পারেননি। আমের খান বলেন, ‘আমরা তিনটার সময় জানতে পেরেছি।’ নেহু বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করেছে জাতীয় দল। সন্ধ্যা পর্যন্ত সেখানে অনুশীলন হয়েছে।

প্রথম দিনের অনুশীল শেষ হয়ে গেলেও আজকে কোথায় অনুশীলন হবে, সেটিও চূড়ান্ত করতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সৌদি আরবে ২০২৭ সালে এশিয়ান কাপ ফুটবল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, ভারত, সিংগাপুর এবং হংকং খেলছে সি গ্রুপে। গ্রুপের প্রথম খেলায় আগামী ২৫ মার্চ বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে ভারতের শিলংয়ে। সেই ম্যাচ খেলতে শিলংয়ে গিয়ে ভোগান্তির কূলকিনারা দেখছে না বাংলাদেশ। ঢাকা থেকে কলকাতা হয়ে শিলং পৌঁছে দেখেন ১৬ জনের লাগেজ আসেনি। লাগেজ পাওয়া নিয়ে ভোগান্তির শেষ ছিল না। মধ্যরাতে ১৬ জনের লাগেজ হাতে পেয়েছেন ফুটবলাররা। বিমানবন্দর থেকে হোটেলে গিয়ে দেখেন বাংলাদেশ দলের জন্য যে হোটেলটি নির্ধারণ করা হয়েছিল, সেখানে বাংলাদেশের জন্য পর্যাপ্ত রুম বরাদ্দ দেওয়া হয়নি। এটা নিয়ে পুনরায় সমস্যার মুখোমুখি হয় ফুটবল দল। বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। অনেকটা সময় লবিতেই বসে থাকতে হয়েছে। একটা সময় বিরক্ত হয়ে পড়েন খেলোয়াড়রা। পরে অবশ্য হোটেল আবাসন সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। আমের খান জানিয়েছেন, তারা বাফুফে থেকে যেভাবে হোটেল বুকিং দিয়েছিলেন, সেভাবে বুকিং ছিল না।

আমের খান সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানিয়েছেন, ‘তারা নাকি জানতেন না আজকে আমাদের অনুশীলন হবে কি না। ভারত মনে করছে আমাদের দ্বিতীয় দিনটা বিশ্রাম হিসেবে ধরে নিয়েছে। আমরা অনুশীলন করব। আর ওনারা বিশ্রাম মনে করবে। কেন সেটা আমরা জানি না।’ আমের খান বলেন, ‘ঢাকায় বাফুফের সভাপতির সঙ্গে কথা বলে আজ (গতকাল) অনুশীলন মাঠের ব্যবস্থা করা হয়েছে।’

একজন সাংবাদিক প্রশ্ন করলেন বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে কি না। আমের খান বলেন, ‘এটা ভারতের হোম ম্যাচ। হোম অ্যান্ড অ্যাওয়ের অ্যাডভান্টেজ যদি এভাবে নিতে চায়, নিক, আমাদের ওখানেও কিন্তু হোম ম্যাচ আছে (১৮ নভেম্বর ২০২৫)। আমরাও যদি অ্যাডভান্টেজ নিতে চাই করতে হবে। যা-ই হোক, এগুলো কোনো কথা না।’

এসব বিষয় নিয়ে আমের খান হতাশা প্রকাশ করেছেন নিজেদের ওপর। ফুটবল দল শিলংয়ে যাওয়ার আগে একটা আগাম ফুটবল দল শিলং গিয়ে হোটেল, অনুশীলন মাঠ, ট্রান্সপোর্ট ব্যবস্থা দেখে আসা উচিত ছিল। অন্যান্য দল যেটা করে থাকে।’

Check Also

উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম ইকবাল

  শেরপুর নিউজ ডেস্ক:   উন্নত চিকিৎসা নিতে দেশের বাইরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us