সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছে : বিএসপি

গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছে : বিএসপি

শেরপুর নিউজ ডেস্ক:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নেতাকর্মীরা।

শনিবার (২২ মার্চ) বিকেলে মিরপুরে বিএসপি’র চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মিরপুর-১ নম্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিসকো সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়।

মিছিল সমাবেশে শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, ইসরায়েল জাতিসংঘের সনদকে উপেক্ষা করে ফিলিস্তিনের ভূখণ্ডে দখলদারিত্ব, নিরীহ শিশু-নারী-বেসামরিক জনগণের ওপর অবর্ণনীয় জুলুম, নির্যাতন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর এই নির্যাতন এবং তাদের স্বাধীনতা হরণ সমগ্র মানব সভ্যতার জন্য লজ্জাজনক।

তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান বিএসপির এই চেয়ারম্যান। একইসঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।

শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, এই মুহূর্তে মুসলিম উম্মার একতাই রুখে দিতে পারে মুসলমানদের বিরুদ্ধে সকল অপপ্রচার ও ষড়যন্ত্র। তিনি মুসলিম দেশগুলোকে নিয়ে আলাদা জাতিসংঘ ও সামরিক জোট গড়ে তোলার দাবি জানান।

বিএসপি’র ছাত্র কল্যাণবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএসপির ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া, জাতীয় স্থায়ী পরিষদ সদস্য ও ভাইস চেয়ারম্যান খলিফা মনির হোসেন, জাতীয় স্থায়ী পরিষদ সদস্য ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন, জাতীয় স্থায়ী পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, জাতীয় স্থায়ী পরিষদ সদস্য ও আইন বিষয়ক সম্পাদক মো. শাহ আলম অভি, যুগ্ম মহাসচিব মো. সোহেল সামাদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল বারী, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুন, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন প্রমুখ।

Check Also

ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে: মির্জা ফখরুল

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us