সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / আদমদীঘিতে সাবেক এমপির ভাই আপন গ্রেফতার

আদমদীঘিতে সাবেক এমপির ভাই আপন গ্রেফতার

 

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় বগুড়া-৩ আসনের সাবেক এমপি খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের ছোট ভাই আওয়ামী লীগ কর্মী শহিদুল্লাহ আল মেহেদী আপনকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে আদমদীঘি থানা পুলিশ উপজেলার শিবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, বিএনপি অফিসে হামলা মামলায় আপন তদন্তে পাওয়া আসামি।

পুলিশ ও মামলা সূত্র জানায়, আওয়ামী লীগ কর্মী শহিদুল্লাহ আল মেহেদী আপন বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর ছেলে। ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি অফিস ভাঙচুর, ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ব্যাপারে ২৫ আগস্ট আদমদীঘি থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা হয়। এ মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। এজাহারে শহিদুল্লাহ আল মেহেদী আপনের নাম ছিল।

আদমদীঘি থানা পুলিশ সোমবার রাতে গোপনে খবরে উপজেলার শিবপুর এলাকা থেকে এ মামলায় তদন্তে পাওয়া আসামি আওয়ামী লীগ কর্মী শহিদুল্লাহ আল মেহেদী আপনকে গ্রেফতার করে।

ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Check Also

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শেরপুর নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচির ডাকে বগুড়ায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us