Home / দেশের খবর / চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রো সংঘর্ষে নিহত বেড়ে ১০

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রো সংঘর্ষে নিহত বেড়ে ১০

শেরপুর নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ঘটনাস্থলে সাতজন এবং হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান।

লোহাগাড়া থানার ইন্সপেক্টর (অপারেশন্স) মো. জাহিদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আহত ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে তিনজন মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এর আগে বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার সেই চুনতি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজন পুরুষ, তিন নারী ও এক শিশু ছিল।

জানা যায়, বুধবার ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহন বাসের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী দুটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজন মারা যান। তারা সবাই হাইয়েসের যাত্রী ছিলেন।

এলাকাবাসী সূত্র জানায়, রিল্যাক্স পরিবহনের বাসটি চুনতি জাঙ্গালিয়া এলাকায় মহাসড়কের একটি বাঁকে এসে হার্ড ব্রেক করলে বাসের সামনের অংশ ঘুরে যায়। এতে বাসটি সড়কের ওপর আড়াআড়ি হয়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। পরে বিপরীতমুখী আরেকটি মাইক্রোবাস পেছন থেকে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

এরপর আহতদের মধ্যে অন্তত ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে পুলিশ আগেই জানিয়েছিল। তাদেরেই তিনজন হাসপাতালে মারা গেছেন।

এর আগে দুর্ঘটনার পরপরই দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জাগো নিউজকে বলেন, সোমবার পাঁচজন নিহত হওয়ার জাঙ্গালিয়া পাড়া এলাকার একই স্থানে সকালে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় আরও ছয়জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে ঈদের দিন গতকাল সোমবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে উপজেলার সেই চুনতি জাঙ্গালিয়ার একই এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের প্রাণহানি হয়।

Check Also

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

শেরপুর নিউজ ডেস্ক: চলতি বছরের হজ ফ্লাইট আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us