সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / শহিদদের আকাঙ্খার বাংলাদেশ বিনির্মাণে সরকারের চেষ্টা আছে : তথ্য উপদেষ্টা

শহিদদের আকাঙ্খার বাংলাদেশ বিনির্মাণে সরকারের চেষ্টা আছে : তথ্য উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক:

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানে শহিদদের বিচার কাজ শেষ করে যাবে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না।

তিনি বুধবার (২ এপ্রিল) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন। মাহফুজ আলম বলেন, ‘আমরা চেষ্টা করব বাংলাদেশের কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচারা দিতে না পারে। নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক রূপান্তরের ভূমিকা রাখতে পারি। যদি আলোচনা সতর্কতায় কাজ না হয়, যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে।’

শহিদের চেতনা যেন বাংলাদেশের জনগণ ধারণ করে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব, গণঅভ্যুত্থানে শহিদদের বিচার কাজ শেষ করে যেতে পারি। শহিদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এ সরকারের চেষ্টা আছে। জনগণ এটার সঙ্গে আছে। আমরা বিশ্বাস করি এ চেতনার সঙ্গে রাজনৈতিক দলের সদিচ্ছা প্রকাশ করলে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করব।’ গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘যতদিন আছি আমরা চাইব গণমাধ্যমের একটি গুণগত সংস্কারের জন্য। গণমাধ্যম সংস্কার কমিশনের পর্যালোচনা ও প্রস্তাবনায় মফস্বল ও কেন্দ্র নিয়ে বিস্তারিত বর্ণনা আছে।’

Check Also

‘সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন’-নজরুল ইসলাম খান

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আপনাদের কৌশল আমরা বুঝি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us