Home / খেলাধুলা / আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক:

আর্জেন্টিনাকে রীতিমত উড়িয়ে দিয়ে ভিন্ন এক বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আকাশি-সাদারা লাল-সবুজের কাছে হেরেছে বিশাল ব্যবধানে। তবে এটি মাঠে অনুষ্ঠিত কোনো টুর্নামেন্ট না। ফুটবলভিত্তিক ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’ আয়োজিত ফেসবুক পোলের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছে বাংলাদেশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফেসবুক ফলোয়ার্স কাপ’ নামের একটি পোলভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করে ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইটটি। অংশ নেয় ৬৪টি দেশ। ভোটের ক্ষেত্রে প্রতি রাউন্ডে দুটি দেশের জন্য রাখা হয় দুটি রিঅ্যাকশন বাটন (লাভ অথবা কেয়ার)।

 

সেই টুর্নামেন্টের প্রতিটি ধাপে প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। একইভাবে ভোটের ফলাফলে মেগা ফাইনালে ওঠে আর্জেন্টিনাও।

 

শুক্রবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত সেই ফাইনাল পোলে আর্জেন্টিনাকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। ২১ ঘণ্টার অনলাইন ভোটের লড়াইয়ের পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়, যেখানে রীতিমতো আকাশ-পাতাল ব্যবধান দুদলের। বাংলাদেশের প্রাপ্ত ভোট (রিঅ্যাকশন) ৯ লাখ ১৬ হাজারের বিপরীতে আলবিসেলেস্তেদের অর্জন মাত্র ১৯ হাজার।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন হওয়ার পথে রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিলকেও হারিয়েছে বাংলাদেশ।

Check Also

আকবর আলীর নেতৃত্বে প্রোটিয়া সিরিজে মাঠে নামবে বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: ঘরের মাঠে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us