Home / অপরাধ জগত / কামরাঙ্গীচরে গণপিটুনিতে দুই যুবক নিহত

কামরাঙ্গীচরে গণপিটুনিতে দুই যুবক নিহত

 

শেরপুর নিউজ ডেস্ক:

রাজধানীর কামরাঙ্গীচরে গণপিটুনিতে নাদিম ও মাসুদ নামে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। বুধবার ( ৯ এপ্রিল) রাতে সিলেটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

লালবাগ শহিদ নগর এলাকার সুলতান মিয়ার ছেলে নাদিম। কামরাঙ্গীরচর আচার ওয়ালা ঘাট এর সোনা মিয়ার ছেলে মাসুদ।

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেশ কিছু দিন আগে চাঁদাবাজির ঘটনায় জনৈক এক ব্যবসায়ী সেখানকার কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সন্ত্রাসীরা ওই মামলা তুলে নেয়ার জন্য ওই ব্যবসায়ীকে হুমকি ধামকি দিয়ে আসছিল। বুধবার রাতে ৪/৫ জন সিলেটিয়া বাজার এলাকায় গিয়ে হুমকি ধামকি দিতে যায়। তখন তাদের মধ্যে বাকবিতণ্ডা ঝগড়াঝাঁটি শুরু হয়। পরে এলাকাবাসী তাদের কে ঘিরে ফেলে গণ ধোলাই দেয়, এতে ঘটনাস্থলে মাসুদ নামে এক জন মারা যায়। আর দুই জনকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা পালিয়ে যায়।

ঢামেক হাসপাতালে নেয়ার পর নাদিম নামে এক জনকে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে এগারোটায় মৃত ঘোষণা করেন। নিহত নাদিম ও মাসুদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।

এ ঘটনায় সোহাগ নামে আরেক জন চিকিৎসাধীন রয়েছে বলে জানতে পেরেছি বলেও জানান এসআই।

প্রাথমিকভাবে এসব তথ্য জানা গেছে। এছাড়াও অন্য কোন কারণ রয়েছে কিনা তা তদন্তের পর বলা যাবে। বর্তমানে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Check Also

রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর পুর্তি

শেরপুর নিউজ ডেস্ক: আজ ২৪ এপ্রিল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধসের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us