সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / অভিনেত্রী শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদ সম্পন্ন

অভিনেত্রী শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদ সম্পন্ন

শেরপুর নিউজ ডেস্ক:

দীর্ঘ টানাপড়েনের অবসান ঘটিয়ে শেষমেশ আইনি বিচ্ছেদের সিল পেলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশান সিং। গত ৮ এপ্রিল আদালতের শুনানির পর আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। একসময়ের এই দম্পতির মধ্যে গত কয়েক বছর ধরেই আলাদা থাকা, মামলা, খোরপোশ দাবি ও আদালতের স্থগিতাদেশ—সব মিলিয়ে জটিলতা চলছিল।

ভারতীয় একটি গণমাধ্যম সূত্র জানিয়েছে, গত সেপ্টেম্বরে বিচ্ছেদের প্রক্রিয়ায় আরেক ধাপ এগিয়ে যান শ্রাবন্তী ও রোশান। কেবল স্বাক্ষরের অপেক্ষা ছিল। তবে মামলার শুনানি পর্যন্ত বিষয়টি গোপন রাখেন উভয় পক্ষ।বিচ্ছেদের তথ্য নিশ্চিত করে রোশান সিং বলেন, ‘সবকিছুই খুব শান্তিপূর্ণভাবে মিটে গেছে। ৮ এপ্রিল থেকে আমরা আবার সেই আগের মতো—যেমন প্রেম ও বিয়ের আগে একে অপরের জন্য ছিলাম অপরিচিত।’

আইনি বিচ্ছেদ নিশ্চিত হওয়ার পরই রোশান তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে পুরনো ছবি সরিয়ে দিয়ে বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। নতুন সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রোশান বলেন, ‘সবে মাত্র একটি সম্পর্ক থেকে বেরিয়ে এলাম। এখন নিজেকে গুছিয়ে নিচ্ছি। আশা করছি চলতি বছরেই অনামিকার সঙ্গে নতুন জীবন শুরু করব।’এদিকে এর আগেই জানা গিয়েছিল রোশানের সঙ্গে ডিভোর্সের মামলায়, মাসিক ৭ লাখ রুপি খোরপোশ চেয়েছিলেন অভিনেত্রী। গতবছর তাঁর সেই আবেদনে স্টে অর্ডার দিয়েছিল আদালত। তবে রোশান সিংকে কি আদৌ মাসিক ৭ লক্ষরুপি খোরপোশ দিতে হচ্ছে অভিনেত্রীকে? এবিষয়টি নিয়ে অবশ্য এদিন কিছু জানাননি রোশান।

Check Also

অভিনেত্রী আমিশা পাটেলকে নিয়ে হই চই কাণ্ড

শেরপুর নিউজ ডেস্ক:   ঝুলিতে একাধিক সফল ছবি থাকা সত্ত্বেও সে ভাবে ধারাবাহিকতা বজায় রাখতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us