সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / নতুন ব্যবসায় অভিনেত্রী সানি লিওন

নতুন ব্যবসায় অভিনেত্রী সানি লিওন

শেরপুর নিউজ ডেস্ক: নীল দুনিয়াকে বিদায় জানিয়ে বলিউডে পা রাখেন সানি লিওন। তারপর কেটে গেছে এক দশক। অভিনয়ের পাশাপাশি এবার রেস্তোরাঁ ব্যবসায় নামলেন এই অভিনেত্রী।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, উত্তর প্রদেশের নয়ডাতে রেস্তোরাঁ চালু করেছেন সানি লিওন। গত ২০ জানুয়ারি রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর নাম রেখেছেন ‘চিকা লোকা’। তবে সানি এই যাত্রা একা শুরু করেননি, এতে তার ব্যবসায়ীক পার্টনার হিসেবে রয়েছেন সিঙ্গিং বোলস হসপিটালিটির পরিচালক সাহিল বাওয়েজা।

সানি লিওন তার স্বামী ড্যানিয়েলকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁটির উদ্বোধন করেন। নতুন এ প্রতিষ্ঠানের বেশ কটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। দু’তলা বিশিষ্ট ঝকঝকে এ রেস্তোরাঁর ডেকোরেশনে যে কারো চোখ আটকে যাবে।

সানি লিওন বলেন, ‘আমি মনে করি, বিনোদনকারীদের শুধু চলচ্চিত্র ও টিভি শোয়ে আটকে থাকলে চলবে না। অবশ্যই আমাদের উদ্যোগ নেওয়া উচিত, নতুন কিছু করা প্রয়োজন; যাতে আমরা আমাদের ব্র্যান্ডকে প্রসারিত করতে পারি।’

প্রসঙ্গত, এক সময় নীল দুনিয়া কাঁপানো সানি লিওন ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর ‘জিসম টু’র মাধ্যমে বলিউড সিনেমায় নাম লেখান। পরবর্তী সময়ে ‘জ্যাকপট’, ‘রাগিনি এমএমএস টু’, ‘এক পহেলি লীলা’, ‘মস্তিজাদে’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Check Also

বিয়ের জন্য পাত্র পাচ্ছেন না সংগীতশিল্পী মিলা ইসলাম!

  শেরপুর নিউজ ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। দীর্ঘদিন ধরেই সিঙ্গেল জীবন যাপন করছেন ‘বাবুরাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us