সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / রাজধানীতে গভীর রাতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে গভীর রাতে স্বস্তির বৃষ্টি

শেরপুর নিউজ ডেস্ক: অবশেষে বহুল আকাঙ্ক্ষিত, প্রার্থিত বৃষ্টির দেখা পেয়েছে নগরবাসী। গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। সেই বৃষ্টির পানিতে ভিজে শরীর-মন শীতল করতে অনেকেই ঘর ছেড়ে নেমেছেন রাস্তায়।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির দেখা মেলে। মিরপুর অঞ্চলে ১২টার দিকে শুরু হওয়া বৃষ্টি প্রায় ৪০ মিনিট স্থায়ী হয়। এরমধ্যে প্রায় আধাঘণ্টা জুড়ে মুষলধারে বৃষ্টি হয়। একইভাবে বাড্ডা, রামপুরা, বনশ্রী, যাত্রাবাড়ীসহ রাজধানীর অন্যান্য অংশ থেকেও বৃষ্টির খবর পাওয়া গেছে।

প্রার্থিত এই বৃষ্টির দেখা পেয়ে গভীর রাতেই ঘর থেকে বেরিয়ে আসেন আশিকুর রহমান। তিনি জাগো নিউজকে বলেন, গত কয়েকদিনের তীব্র গরমে জীবন যায় যায়। গরমে সবার জীবন অতিষ্ঠ। তাই বৃষ্টির দেখা পেয়ে আর ঘরে থাকতে পারলাম না। বৃষ্টির পানিতে ভিজে মনকে শীতল করে নিলাম।

তিনি বলেন, বৃষ্টির পানিতে ভিজে খুব ভালো লাগছে। যে গরম পড়ছিল, তাতে কিছুতেই স্বস্তি পাওয়া যাচ্ছিল না। আজ বৃষ্টি আসায় পরিবেশ কিছুটা হলেও শীতল হয়েছে।

আশিকুরের মতোই বৃষ্টির পানিতে ভিজতে ঘর থেকে বেরিয়ে আসেন জাবের নামে একজন। তিনি বলেন, পৌনে ১২টার দিকে আকাশে বেশ বিদ্যুৎ চমকাতে থাকে। বিকট শব্দে কয়েকবার আকাশ ডেকে ওঠে। এরপর আসে বৃষ্টি। এমন বৃষ্টি দেখে নিজেকে আর ঘরে আটকে রাখতে পারলাম না।

তিনি বলেন, এর আগেও বৃষ্টিতে ভিজেছি। কিন্তু বৃষ্টির পানিতে এত স্বস্তি আগে কখনো পাইনি। বৃষ্টির পানি গায়ে লাগতেই অন্যরকম ভালো লাগলো। আধাঘণ্টাজুড়ে বৃষ্টির পানিতে ভিজলাম। মন বলছিল আরও ভিজি।

প্রার্থিত বৃষ্টির পানিতে ভিজতে ছাতা মাথায় দিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন মিরপুর ১৪ নম্বরের বাসিন্দা মিথিলা। তিনি বলেন, অনেক রাত হয়ে গেছে, তাই বৃষ্টির পানি মাথায় লাগাবো না। কিন্তু এমন সময় বৃষ্টির দেখা মিললো, এই বৃষ্টিতে ভেজার লোভ সামলাতে পারলাম না। এ কারণে মাথায় যাতে বৃষ্টির পানি না লাগে, ছাতা নিয়ে ঘর থেকে বের হয়ে এলাম। বৃষ্টির পানি গায়ে লাগাতে খুব ভালো লাগছে।

পুরো এপ্রিল মাসজুড়ে ছিল তাপপ্রবাহ।‌ ঢাকায় তাপপ্রবাহ শুরু হয় ১১ এপ্রিল। এরপর টানা তাপপ্রবাহের মধ্যে কেটেছে নগরবাসীর জীবন। এরমধ্যে কয়েকদফা দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। তীব্র গরমে দেশের অন্যান্য অঞ্চলের মানুষের মতো বিপর্যস্ত ছিল রাজধানীবাসীও।

Check Also

সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান

শেরপুর নিউজ ডেস্ক: সরকারি সফরে শনিবার (৩ মে) কাতার গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us