সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / যে কারণে ফেসবুক ব্যবহার করেন না সারিকা

যে কারণে ফেসবুক ব্যবহার করেন না সারিকা

শেরপুর নিউজ ডেস্ক: শোবিজের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন। মাঝে বেশ কয়েক বছর বিরতির পর আবারও কাজে ফিরেছেন তিনি। তবে অন্যান্য তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকলেও তিনি এসব থেকে দূরে রয়েছেন। একেবারেই ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করেন না সারিকা।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। তিনি বলেন, যান্ত্রিক জীবন, প্রতিযোগিতা, দৌড় এসব আমার পছন্দ নয়। যে কারণে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করি না।

প্রত্যাশামতো নাটকের গল্প পেলেই কাজ করেন জানিয়েছেন সারিকা বলেন, শিল্পী হিসেবে গল্পের জায়গায় চাওয়া-পাওয়ার প্রত্যাশার মিল থাকে না। বিষয়টা তো প্রযোজক ও পরিচালকের ওপর। তারপরও চেষ্টা করে যাচ্ছি, বেছে কাজ করতে।

অভিনেত্রী আরও বলেন, আসন্ন ঈদে পাঁচটির মতো নাটকে কাজ করেছি। চঞ্চল ভাইয়ের সঙ্গে এখন ঈদের সাত পর্বের নাটকের শুটিং করছি। দারুণ গল্প, ভালো লাগছে অভিনয় করে। এছাড়াও রায়হান রাফী ও আবদুল্লাহ মোহম্মদ সাদের ওটিটির কাজ শেষ করেছি।

প্রসঙ্গত, ২০০৬ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন সারিকা। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী।

 

Check Also

বিয়ের জন্য পাত্র পাচ্ছেন না সংগীতশিল্পী মিলা ইসলাম!

  শেরপুর নিউজ ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। দীর্ঘদিন ধরেই সিঙ্গেল জীবন যাপন করছেন ‘বাবুরাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us