সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ঈদেই বুবলীর ‘রিভেঞ্জ’

ঈদেই বুবলীর ‘রিভেঞ্জ’

শেরপুর নিউজ ডেস্ক: বর্তমান সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলী। চর্চায় রয়েছেন শাকিব খানের সঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়ে। আর শাকিব কে নিয়ে অপু-বুবলীর দ্বন্দ্ব যেন সর্বদাই তুঙ্গে। এমন পরিস্থিতিতে আসছে বুবলীর ‘রিভেঞ্জ’।

টানা কয়েক ঈদেই বুবলীর অভিনীত সিনেমা মুক্তি পাওয়ায় বেশ ফর্মে রয়েছেন এ নায়িকা। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’ নামে দুটি সিনেমা। গত বছর দুই ঈদে মুক্তি পায় বুবলীর চার সিনেমা। এগুলো হচ্ছে-‘লিডার : আমিই বাংলাদেশ’, ‘লোকাল’, ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’।

ক্যারিয়ার গ্রাফে দেখা যাচ্ছে, প্রায় প্রত্যেক ঈদেই একাধিক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। বরাবরই ঈদে প্রেক্ষাগৃহ নিজের দখলেই রেখেছেন এ নায়িকা। তবে এবার কিছুটা অনিশ্চয়তায় ছিলেন বুবলী ও তার ভক্তরা। এবারও বুবলীর ‘জংলী’ ও ‘রিভেঞ্জ’ নামে দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল।

সিয়ামের সঙ্গে জুটি বেঁধে এ ঈদে মাঠে লড়াই করার টার্গেটেই নির্মাণ কাজ চলছিল সিনেমাটির। কিন্তু হঠাৎ করেই পরিচালক ঘোষণা দেন ঈদে ‘জংলী’ মুক্তি পাচ্ছে না। তাতেই হতাশ হয়ে পড়েন বুবলী ভক্তরা। এদিকে এবারের ঈদে তার অন্য একটি সিনেমা মুক্তির আভাস দেয়া হয়েছে আগেই। জিয়াউল রোশানের সঙ্গে জুটি বেঁধে বুবলী কাজ করেছেন ‘রিভেঞ্জ’ নামে একটি সিনেমায়।

সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। ঈদে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান পরিচালক। এরইমধ্যে পেয়েছেন সেন্সর সনদ। অবশ্য এর আগেও এ সিনেমা মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে গিয়েছে সংশ্লিষ্টরা। তবে এবারের ঈদে মুক্তির নিশ্চয়তা দিয়েছেন নির্মাতা।

Check Also

নতুন সুখবর জানালেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

  শেরপুর নিউজ ডেস্ক: বিয়ের পর থেকেই সুখবরের জোয়ারে ভাসছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us