সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক

রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক

শেরপুরনিউজ ডেস্ক: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বিকাল ৪টা পর্যন্ত প্রায় ১০০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালটির জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, কোরবানির পশু কাটাকাটি করতে গিয়ে রাজধানী বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় ১০০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের বেশিরভাগকেই সেলাই দিতে হয়েছে। এরমধ্যে ডেমরার সারুলিয়ার মো. বাবুলকে (৫৫) ভর্তি করা হয়েছে।

এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে গরুর লাথি খেয়ে ও মাংস কাটার সময় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও অনেকে।

Check Also

সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান

শেরপুর নিউজ ডেস্ক: সরকারি সফরে শনিবার (৩ মে) কাতার গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us