সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / ধর্ষণের অভিযোগে দুই তরুণকে পিটিয়ে হত্যা

ধর্ষণের অভিযোগে দুই তরুণকে পিটিয়ে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর সায়েদাবাদ এলাকায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে সাঈদ আরাফাত শরীফ (২০) ও সাইদুল ইসলাম ইয়াসিন (১৯) নামে দুই তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সকালে সায়েদাবাদ এলাকায় গণধর্ষণের শিকার হয় এক নারী। পরে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয় এবং উৎসুক জনতা তিনজনকে পিটিয়ে আহত করে। তাদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছিল, আরেকজনের খোঁজ জানা যায়নি। বর্তমানে ভুক্তভোগী ওই নারী সেনাবাহিনীর হেফাজতে আছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত দুই জনের মধ্যে একজন কবির হোসেনের ছেলে সাঈদ আরাফাত শরীফ। আরেকজন যাত্রাবাড়ী থানার ধনপুরের বউবাজার এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে সাইদুল ইসলাম ইয়াসিন। সে কুতুবখালী মাহমুদুল হাসান মাদরাসার মেশকাত শরীফের ছাত্র ছিল। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি

 

Check Also

ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদকন্যা লামিয়ার আত্মহত্যা

শেরপুর নিউজ ডেস্ক: ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া (১৭) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us