সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ইউএস ওপেনের নতুন রানী সাবালেঙ্কা

ইউএস ওপেনের নতুন রানী সাবালেঙ্কা

শেরপুর নিউজ ডেস্ক: পরপর দুই আসরে (২০২১ ও ২০২২) সেমিফাইনাল এবং সবশেষ ২০২৩ সালে ইউএস ওপেনের ফাইনালে উঠলেও শিরোপাবঞ্চিত ছিলেন। অবশেষে শিরোপা ঘুচিয়েছেন আরিয়ানা সাবালেঙ্কা। এর মধ্য দিয়ে ইউএস ওপেনও নতুন রানী পেলো। নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৭-৫, ৭-৫ ব্যবধানে হারিয়েছেন বেলারুশের এই তারকা।

ফাইনালের মঞ্চ আর্থার অ্যাশ স্টেডিয়ামে বেশিরভাগ সমর্থনই স্বাগতিক তারকা পেগুলার দিকে ছিল। ফলে গ্যালারিও সাবালেঙ্কার প্রতিপক্ষ ছিল। তবে সব সামলে ইউএস ওপেন জিতে নেন সাবালেঙ্কা।

জয়ের পর আবেগাপ্লুত হয়ে বেলারুশ এই তারকা বলেন, ‘আমি এই মুহূর্তে বাকরুদ্ধ। অনেকবার আমি এমন নিকটে (ফাইনালে) গিয়েছি। তবে জয়ের স্বপ্ন আমার সবসময়ই ছিল। অবশেষে এই সুন্দর ট্রফিটি পেলাম, এজন্য কঠিন দুই সপ্তাহ পার করতে হয়েছে। কখনোই স্বপ্ন দেখা থামাইনি, সেজন্য কঠোর পরিশ্রম করেছি। স্বপ্ন বাস্তবায়নে ত্যাগের মানসিকতা দেখালে সেটি একদিন অবশ্যই জেতা যায়। আমি আমার টিম ও নিজেকে নিয়ে গর্বিত।’

পেগুলার প্রশংসা করে সাবালেঙ্কা বলেন, ‘জেসিকা, তুমি দারুণ টেনিস খেলেছ, তুমি নিশ্চয়ই এটি জিততে পারবে। তুমি দুর্দান্ত খেলোয়াড়, বিশেষ করে দ্বিতীয় সেটে ভালো করেছ।’

Check Also

আইপিএলে ১৪ বছরের সূর্যবংশী বৈভবের সেঞ্চুরি

  শেরপুর নিউজ ডেস্ক: সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে-কলমে তার বয়স ১৪ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us