Home / পড়াশোনা / চট্টগ্রাম কলেজে ছাত্র রাজনীতি বন্ধ

চট্টগ্রাম কলেজে ছাত্র রাজনীতি বন্ধ

 

শেরপুর নিউজ ডেস্ক:

কলেজ ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার (১ অক্টোবর) কলেজের একাডেমিক কাউন্সিলের ১৫৪তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গত ২৬ সেপ্টেম্বর ছাত্রদলের নেতাকর্মীদের বেধড়ক পিটুনির অভিযোগ ওঠে ছাত্রশিবিরের বিরুদ্ধে। যদিও অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে সংগঠনটি। পরে ২৯ সেপ্টেম্বর ছাত্র-রাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন, বারবার মিছিল-মিটিং হওয়ার কারণে ক্লাসের পড়াশোনায় প্রভাব পড়েছে, ছাত্রদের উপস্থিতি কমে গেছে। এভাবে মিছিল-মিটিং চললে ছাত্ররা আতঙ্কিত হয়ে যায়, অভিভাবকরা আতঙ্কিত হয়ে যায়। তাই একাডেমিক কাউন্সিলের সভা ডেকে মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Check Also

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

শেরপুর নিউজ ডেস্ক: চাকরিপ্রত্যাশীদের টানা আন্দোলনের মুখে অবশেষে স্থগিত করা হয়েছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us