Home / রাজনীতি / দেশবিরোধী সকল ষড়যন্ত্র কঠোরভাবে দমন করতে হবে : রেজাউল করিম বাদশা

দেশবিরোধী সকল ষড়যন্ত্র কঠোরভাবে দমন করতে হবে : রেজাউল করিম বাদশা

 

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপি’র কর্মী সমাবেশ আজ সোমবার (৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা বিএনপি ঘোষিত অক্টোবর মাসব্যাপী বিএনপি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।

বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদন চাঁন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, সুরাইয়া জেরিন রনি, নাজমা আকতার, এড. রহিমা খাতুন মেরী, নিহার সুলতানা তিথী, আবু হাসান, সরকার মকুল, রাকিবুল ইসলাম শুভ, বকুল হোসেন, এনামুল হক মুসা, জহুরুল ইসলাম, মো. আলেকজেন্ডার, কেএম শফিউল আলম সুমন, আব্দুল হাকিম, ইয়াছিন আলী, সুশান্ত কুমার শান্ত প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, আগামী নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত দলের সকল ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী সকল ষড়যন্ত্র কঠোরভাবে দমন করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সব ধরনের প্রতিবন্ধকতার সমুচিত জবাব দেওয়া হবে।

Check Also

জামায়াত ক্ষমতায় গে‌লে নারীরা কর্মক্ষে‌ত্রে নিরাপদ হ‌বেন: শ‌ফিকুর রহমান

শেরপুর নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামী ক্ষমতায় গে‌লে নারীরা কর্মক্ষে‌ত্রে আরও নিরাপদ হ‌বেন ব‌লে দা‌বি ক‌রে‌ছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us