Home / রাজনীতি / দুঃসময়ে অনেকের খবর ছিল না, এখন এসে খবরদারি করছে: রুহুল কবীর রিজভী

দুঃসময়ে অনেকের খবর ছিল না, এখন এসে খবরদারি করছে: রুহুল কবীর রিজভী

 

শেরপুর নিউজ ডেস্ক:

শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির নাম ভাঙিয়ে অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, দুঃসময়ে অনেকের খবর ছিল না। এখন ফিরে এসে খবরদারি করছে। বিএনপির ভাঙিয়ে অপতৎপরতা চালাচ্ছে। দলের সুনাম নষ্ট করছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে গেল ১৫-১৬ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। নিজদেশে বাস্তুহারা হয়েছিল। ৬০ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রের যবনিকাপতন ঘটানো হয়েছিল। কিন্তু সেই দুঃসময়ে অনেকেরই খবর ছিল না।

অনেকেই দলের নাম ভাঙিয়ে অপতৎপরতা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দলের সুনাম নষ্ট করছে। অথচ রাজনৈতিক দুর্যোগের ঘনঘটায় এদের জীবন নিরাপদে কেটেছে। এখন অনেকে ব্যবসাপ্রতিষ্ঠান, মিডিয়া হাউজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হানা দিয়ে খবরদারি করার চেষ্টা করছে। তারা কেউ বিএনপির প্রতিনিধিত্ব করে না।

Check Also

অনির্বাচিত সরকারের করিডোর দেওয়ার এখতিয়ার নেই: বিএনপি

শেরপুর নিউজ ডেস্ক: রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়ার মতো স্পর্শকাতর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us