Home / খেলাধুলা / সাকিবের পক্ষে ফেসবুকে বোমা ফাটালেন চিত্রনায়িকা তানিন

সাকিবের পক্ষে ফেসবুকে বোমা ফাটালেন চিত্রনায়িকা তানিন

শেরপুর নিউজ ডেস্ক:

এবার সাকিবের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট করলেন চিত্রনায়িকা তানিন সুবাহ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি তার ফেসবুকে বিশ্বখ্যাত ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে নিয়ে একটি পোস্ট করেন।

তিনি লেখেন, ‘যে দেশে গুণির কদর হয় না, সে দেশে গুণি জন্মই হয় না। সরি সাকিব আল হাসান! তুমি একটা অমানুষ জাতির নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলে। স্যালুট ইউ নাম্বার ওয়ান।’

তিনি আরো লেখেন, ‘অনেকে দেখি বাজে কমেন্ট করছেন। তাদের উদ্দেশে বলি, আমি খেলোয়ার সাকিব আল হাসানের ভক্ত। রাজনৈতিক দিক থেকে তার পক্ষে না। আর্টিস্ট, খেলোয়াড় কেন দলের হবে, তারা হবে জনগণের। আমি আমার মত প্রকাশ করতেই পারি এখানে কেউ জ্ঞান দিতে আসবেন আমাকে।ধন্যবাদ।’

যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে বাংলাদেশে ফেরার কথা সাকিব আল হাসানের। পরিকল্পনা অনুযায়ী আরব আমিরাত পর্যন্তও এসেছেন তিনি। কিন্তু সেখান থেকে তাকে দেশে ফিরতে নিষেধ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Check Also

টটেনহ্যামকে উড়িয়ে দিয়ে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়

শেরপুর নিউজ ডেস্ক: অবশেষে লিভারপুলের অপেক্ষার অবসান। টটেনহ্যামকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে আনফিল্ডে নিজেদের দ্বিতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us