সর্বশেষ সংবাদ
Home / স্বাস্থ্য / ভোলায় ভ্যাক্সিন নিয়ে অসুস্থ ৬০ স্কুলছাত্রী

ভোলায় ভ্যাক্সিন নিয়ে অসুস্থ ৬০ স্কুলছাত্রী

শেরপুর নিউজ ডেস্ক:
ভোলার বোরহানউদ্দিনে জরায়ু ক্যান্সার প্রতিরোধ ভ্যাক্সিনের প্রভাবে জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় আশঙ্কাজনক ৫ শিক্ষার্থীকে ভোলা জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নোমান বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষে ১০ থেকে ১৪ বছরের মেয়েদের জরায়ু ক্যান্সারের ভ্যাক্সিন দেওয়া হয়। ওই ভ্যাক্সিন দেওয়ার কিছুক্ষণ পরই বিভিন্ন ক্লাসের প্রায় ৬০ জনের মত শিক্ষার্থী অসুস্থ্যতাবোধ করে। তাৎক্ষণিক বোরহানউদ্দিন হাসপাতালের চিকিৎসকরা গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছে। বেশি অসুস্থ ৫ জনকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভোলা সদর হাসপাতালে চিকিৎসক ডাক্তার নাহিদ সুলতানা বলেন, ভ্যাক্সিনের প্রভাবে শিক্ষার্থীরা ভয় পেয়েছে, এতে কিছুটা অসুস্থ হয়েছে। তবে এখন সবাই সুস্থ।

Check Also

লক্ষাধিক টাকা সম্মানী ফিরিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: নার্সিং পরীক্ষার কোনোকিছু না করেও এক লাখ ২০ হাজার টাকা সম্মানি পেয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us